সিলেটে সাকিব ও রাসেল শো, ঢাকার বড় জয়



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, সিলেট থেকে
সাকিবের ব্যাটে ম্যাচ জেতানো ইনিংস

সাকিবের ব্যাটে ম্যাচ জেতানো ইনিংস

  • Font increase
  • Font Decrease

ব্যাট হাতে বিপিএল খুব ভালো যাচ্ছিলো না। সেই দুঃখ ঘোচালেন সাকিব সিলেটে এসে। তাও আবার সিলেটের বিপক্ষেই। শুধু ফর্মেই ফিরলেন না। খেললেন ৬ উইকেটে জেতা ম্যাচে ৬১ রানের ইনিংস। সিলেটের মাঠ এই ম্যাচে যা দেখলো তার নাম আর কিছু নয়; ‘সাকিব শো’! সেই শো’তে শেষের দিকে অ্যান্দ্রে রাসেল খানিকটা ‘ছক্কা উৎসবও’ করলেন! ২১ বলে হার না মানা ৪১ রানের ইনিংসে তার চার ছক্কার দুটোতে বলই যে হারিয়ে গেল!

ম্যাচে ব্যাট হাতে সাকিব ৪১ বলে অপরাজিত ৬১ রান। তার আগে বোলিংয়ে ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট। পুরোদুস্তর অলরাউন্ড নৈপূন্য। সেই কৃতিত্বেই সিলেটের মাঠে ফিরতি মোকাবেলায়ও সিলেট সিক্সার্সকে হারালো ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের প্রথম পর্বেও ঢাকা হারিয়েছিলো সিলেটকে। একটু জানিয়ে রাখি ১২ জানুয়ারি মিরপুরে সেই ম্যাচেও ব্যাটে-বলে সাকিব চমৎকার পারফরমেন্স দেখিয়েছিলেন; ব্যাটে ২৩, বোলিংয়ে ৩৪ রানে ২ উইকেট!

প্রতিপক্ষ যখন সিলেট সিক্সার্স, সাকিব তখন এক পারফর্মারের নাম!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/18/1547814446487.jpg

টসে জিতে ব্যাটিং বেছে নেয়া সিলেট সিক্সার্সের শুরুটা মন্দ হয়নি। ওপেনিং জুটিতে এলো ৩৮ রান। তবে সেই একই রানে দুই ওপেনার প্রথমে লিটন দাস এবং পরের ওভারে সাব্বির রহমান ডাগআউটে ফিরলেন। সিলেটের ওপেনিং জুটিও ভাঙ্গলেন আর কেউ নয়; সাকিব!

দুই ওপেনারের বিদায়ের পর সিলেটের ইনিংস একাই টেনে নিয়ে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই উইকেটে কিভাবে ব্যাট করতে হয়? কিভাবে এক রানকে দৌড়ে দুই রানে পরিণত করতে হয়? স্ট্রাইক কিভাবে ক্রমশ উপরের দিকে নিয়ে যেতে হয়? চ্যালেঞ্জিং স্কোর কিভাবে গড়তে হয়? এমনতর অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেলো ওয়ার্নারের ১ ছক্কা ও ৮ বাউন্ডডারিতে আসা ৪৩ বলে ৬৩ রানের ইনিংস।

ওয়ানডাউনে ১৯ রান করা আফিফ এবং সাত নম্বরে ব্যাট করতে নামা জাকের আলী ২৫ রান করে ওয়ার্নারকে কিছুটা সমর্থন দেন। তবে স্কোরবোর্ডে ১৫৮ রান ঢাকাকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেস্ট কোন সংগ্রহ যে হলো না!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/18/1547814422747.jpg

রান তাড়ার শুরুটা যদিও ঢাকার ভাল হয়নি। পাওয়ার প্লে’র মধ্যেই মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। তবে সিলেট গ্যালারির সেই উল্লাস থেমে যায় সাকিবের ব্যাটে। ৩০ বলে টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি রান করার পর মাঠেই সেজদা করেন সাকিব।

টুর্নামেন্টের এই ম্যাচেই সবচেয়ে বেশি দর্শক হলো সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু সাকিব ও রাসেলের ব্যাটিং উৎসবের সময় শুধু একটা শব্দই শোনা গেলো-ব্যাটের! এবং সেই শব্দ থামতেই দেখা গেল বল গ্যালারিতে!

আর হ্যাঁ, জমাট দর্শকে পুরো গ্যালারির নিস্তব্ধতা জানিয়ে দিলেন এই ম্যাচে সিলেট হেরেছে!

সংক্ষিপ্ত স্কোর: সিলেট সির্ক্সাস: ১৫৮/৮ (২০ ওভারে, লিটন দাস ২৭, সাব্বির ১১, আফিফ ১৯, ওয়ার্নার ৬৩, জাকের ২৫, বির্চ ৩/৪২, সাকিব ২/৩৪, নারিন ১/৩২, রুবেল ১/২৪)। ঢাকা ডায়নামাইটস: ১৬৩/৪ (১৭ ওভারে, নারিন ২০, রনি তালুকদার ১৩, সাকিব ৬১*, রাসুলি ১৯, রাসেল ৪০*, ইরফান ২/৩৮, তাসকিন ১/৩২)। ফল: ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সাকিব আল হাসান।

   

৩৪ দিনের বিরতি শেষে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

আন্তর্জাতিক বিরতি শেষ ফের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলা। সবশেষ ২৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে বিপিএলের প্রথম ভাগের খেলা। সেখান থেকে ৩৪ দিনের বিরতি শেষে আজ (শুক্রবার) থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ভাগের খেলা। মাঝের এই আন্তর্জাতিক বিরতিতে সুদানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং ফিলিস্তিনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের হোম-অ্যাওয়ে ম্যাচ খেলেছে বাংলাদেশ। 

বিরতিতে অবশ্য মাঠের বাইরের ফুটবল নিয়ে ব্যস্ত ছিল প্রিমিয়ার লিগের দলগুলো। এর মধ্যে দলগুলো সেরেছে মৌসুম মধ্যবর্তী দলবদল। প্রিমিয়ার লিগে আজ আছে তিনটি ম্যাচ। 

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও পুলিশ এফসি। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে। এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান খেলবে ফরটিস এফসির সঙ্গে। তিনটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।

প্রথম লেগে বিদেশীদের নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছিল শেখ রাসেল ও বাংলাদেশ পুলিশ এফসি। এবার তাই সর্বোচ্চ চারজন করে বিদেশী খেলোয়াড় নিবন্ধন করিয়েছে এই দল। এদিকে তালিকার শীর্ষে থাকা বসুন্ধরা কিংস দলে ভিড়িয়েছে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন উদোহকে। এর আগেও উদোহ বসুন্ধরার হয়ে খেললেও এবার নিবন্ধিত ফুটবলার হিসেবে তাকে দলে নিল টেবিল টপাররা। এদিকে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিবন্ধন করিয়ে দলে ভিড়িয়েছে আবাহনী। আর্জেন্টিনা ক্লাব সোল দে মায়োর ছাড়পত্র পাওয়াতেই এই সময়ে আকাশী-হলুদের হয়ে মাঠ মাতাবেন জামাল। 

এদিকে মধ্য মাঠকে শক্ত করতে উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভের বিকল্প হিসেবে বেখরুজ সাদিলোয়েভকে দলে ভিড়িয়েছে মোহামেডান। এছাড়া চট্টগ্রাম আবাহনী ৩ জন, শেখ জামাল ২ জন এবং একজন করে বিদেশী ফুটবলার টেনেছে ফরটিস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।  

;

বিশ্বকাপের আগে আইরিশদের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

দলে নেই প্রধান কোচ, অধিনায়ক নিয়ে টালমাটাল অবস্থা। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে ভারত যাবে কি না সে নিয়ে এখন থেকেই ’মাথাব্যাথা’। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেটের এই সময়ের চিত্র এটিই। মাঠের বাইরে বেশ নানান সূত্র টেনে বেশ ব্যস্ত সময়ই পার করছে পাকিস্তান। তবে মাঠের দায়িত্বেও সামনে বেশ লম্বা সূচি আসছে দলটির। আগামী জুনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সেটির প্রস্তুতিতে এপ্রিলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২০০৯ আসরের বিশ্বচ্যাম্পিয়নরা। পরে মে মাসের শেষের দিকেও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে বাবর-রিজওয়ানরা।

দুই সিরিজের মাঠে এবার আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মে মাসে ইংল্যান্ড সিরিজের আগে আয়ারল্যান্ডেও খেলবে তারা। গতকাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট। আগামী ১০, ১২ ও ১৪ মে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। তিনটি ম্যাচটি অনুষ্ঠিত হবে ডাবলিনের ক্যাসল এভিনিউয়ে। 

আগামী ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে গ্রুপ ‘এ’-তেও পাকিস্তানের বিপক্ষে আছে আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের ম্যাচটি আগামী ১৬ জুন। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেই ইংল্যান্ডে উড়াল দেবে পাকিস্তান দল। সেখানে ২২, ২৫, ২৮ ও ৩০ মে চারটি ম্যাচ খেলবে এশিয়ান দলটি। এদিকে বিশ্বকাপে পাকিস্তানের উদ্বোধনী ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আগামী ৬ জুন। 

;

হারের দিনে ‘অনন্য মাইলফলক’ পন্তের



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০২২ সালের ৩০ ডিসেম্বর। আদতে দিনটি অন্যান্য দিনের মতো সাধারণ হলেও দিনটি যেন কোনোভাবেই মনে রাখতে চান না ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। দিল্লি-দেরাদুন মহাসড়কে সেদিন ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হন তিনি। গাড়িতে সঙ্গে সঙ্গে লেগে যায় আগুন। মাথা এবং পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন। যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। অনেকে ভেবেছিলেন আর হয়তো ব্যাট-প্যাডে দেখা যাবে না পন্তকে। 

তবে চোটের সঙ্গে যেন ক্রিকেট ম্যাচের মতোই লড়লেন পন্ত। মাঠে ফিরলেন নির্ধারিত সময়ের আগেই। আসরের দ্বিতীয় দিনে গত ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪৫৩ দিন পর মাঠে খেলায় ফিরলেন পন্ত। এবার আসরের দ্বিতীয় ম্যাচে গড়লেন অনন্য এক মাইলফলক। গতকালের রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১২ রানে হারে দিল্লি ক্যাপিটালস। তার দল হারলেও পন্ত করেছেন ‘সেঞ্চুরি’। আইপিএলে এটি ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের শততম ম্যাচ। ২০১৬ আসর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি আসরে (২০২৩ বাদে) দিল্লির হয়েই খেলেছেন পন্ত। 

মাইলফলক ছোঁয়ার দিনে ব্যাট হাতে ২৬ বলে ২৮ রান করেন পন্ত। ১৮৬ রানের লক্ষ্যে শুরুটা ভালো পেলেও মাঝে খেই হারিয়ে শেষ পর্যন্ত আর জয়ের দুয়ারে পৌঁছাতে পারেনি রাজধানীর দলটি। 

আইপিএলে পন্তের ক্যারিয়ারটা চোখে পড়ার মতোনই। ১০০ ম্যাচে ৩৪.৩৩ ব্যাটিং গড়ে ২৮৮৪ রান করেছেন তিনি। যেখানে আছে ১৫টি ফিফটি ও একটি সেঞ্চুরির মার। স্ট্রাইক রেটটাও ১৫০ ছুঁইছুঁই। 

উইকেটের পেছনেও বেশ নির্ভার তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে উইকেটের পেছেন নিয়েছেন ৬৬টি ক্যাচ ও ১৯বার করেছেন ষ্ট্যাম্পিং। 

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও টিভিতে যা যা থাকছে আজ।

 

আইপিএল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–কলকাতা নাইট রাইডার্স

রাত ৮টা, স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস ও গাজী টিভি

 

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

শেখ জামাল–শেখ রাসেল

বিকেল ৩টা ১৫ মিনিট, টি স্পোর্টস

 

লা লিগা

কাদিজ–গ্রানাদা

রাত ২টা, র‍্যাবিটহোল, স্পোর্টস ১৮–১

;