চার পেসার ফর্মূলায় ফিরছে বাংলাদেশ!



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, টন্টন, ইংল্যান্ড থেকে
উইন্ডিজের বিপক্ষে পরির্তন আসছে বাংলাদেশ একাদশে

উইন্ডিজের বিপক্ষে পরির্তন আসছে বাংলাদেশ একাদশে

  • Font increase
  • Font Decrease

আগেরদিন স্পিন কোচ সুনীল জোসি বলেছেন-‘স্পিন আমাদের মুল অস্ত্র।’ বাংলাদেশও তাদের এই স্পিন শক্তি নিয়েই একাদশ সাজায়। সাম্প্রতিক সময়ের বেশিরভাগ ম্যাচের মতো চলতি বিশ্বকাপের পেছনের তিন ম্যাচে সেই পরিকল্পনার পথেই হাঁটে বাংলাদেশ।

তবে টন্টনে ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চিরায়িত এই চিন্তা-চেতনা থেকে বেরিয়ে আসতে চলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একজন স্পিনার কমিয়ে বাড়তি পেসারকে একাদশে রেখে দল গড়ার কৌশল নিতে চলেছে দল।

পরিস্থিতির দাবি মেটাতেই এই পরিবর্তিত পরিকল্পনার চিন্তা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেই সূত্রই বার্তা২৪কে জানিয়েছে-‘এই মাঠের অন্য ম্যাচগুলো আমরা বিশ্লেষণ করছি। মাঠের আকার-আকৃতি এবং উইকেটের আচরণ সবকিছু বিবেচনা করে যা বোঝা যাচ্ছে তাতে এখানে অবশ্যই পেস বোলাররা বাড়তি সুবিধা পাবে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আমরাও একাদশে চারজন পেসার খেলানোর কথা চিন্তা করছি। তবে এখনো এটা চুড়ান্ত হয়নি। সম্ভাবনার তালিকায় রয়েছে পুরো ব্যাপারটা।’

টন্টনের উইকেট পেস বোলারদের সহায়ক, সেটা জানা কথা। এই মাঠের পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচেই সেই প্রমাণটা মিলেছে। ওয়েস্ট ইন্ডিজও এবারের বিশ্বকাপে বোলিংয়ে পেসারদের ওপরই বেশি আস্থা রাখছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তারা পাঁচজন বোলার ব্যবহার করেছে। সবাই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইন্ডিজ স্পিনার অ্যাশলে নার্স শুধুমাত্র ৫ ওভার বল করার সুযোগ পান। বাকি ৪৫ ওভার উইন্ডিজ পেস বোলাররা করে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ ৪ পেস বোলার একাদশে রাখে।

-টন্টনে বাংলাদেশও কি একাদশে চার ফর্মূলার পথে হাঁটছে?

এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ বোলিং কোচ ওয়ালস জানান-‘আমি এখনো এখানকার উইকেট দেখিনি। দেখতে হবে এখানে বল কেমন ক্যারি করে। আমরা যদি চার পেস বোলার নিয়ে খেলার পরিকল্পনা স্থির করি, তবে কোনো সমস্যা নেই। রুবেল নেটে বোলিং অনুশীলনে আছে।’

২০১৫ সালের বিশ্বকাপের পরপর দ্বিপাক্ষিক সিরিজগুলোতে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর ছিলো চার পেসার ফর্মূলা। এবারের বিশ্বকাপেও টন্টনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে সেই চার পেসার ফর্মূলায় তাহলে ফিরে যাচ্ছে বাংলাদেশ?

এই প্রশ্নের চুড়ান্ত উত্তরের জন্য ম্যাচের আগের দিন পর্যন্ত অপেক্ষায় থাকবে বাংলাদেশ। ১৭ জুনের ম্যাচ শুরুর আগে এই মাঠে অনুশীলনে উইকেটে গুনাগুন বিচার-বিশ্লেষণ করার সুযোগ থাকছে। স্থানীয় কিউরেটরদের সঙ্গে কথাবার্তা বলাও সেই সুযোগের ‘প্যাকেজে’ থাকছে!

চলতি বিশ্বকাপে পেছনের তিন ম্যাচে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলেছে। চার পেসারের ফর্মূলায় একাদশ গড়তে চাইলে দলের চতুর্থ পেসার তাহলে রুবেল হোসেন।

-কার পরিবর্তে?

সম্ভবত মোহাম্মদ মিথুন!

   

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;