বর্ষসেরার দৌড়ে রোনালদো-মেসি ছাড়াও ৮ ফুটবলার



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
ফের সেরার লড়াইয়ে মেসি-রোনালদো

ফের সেরার লড়াইয়ে মেসি-রোনালদো

  • Font increase
  • Font Decrease

সেই চেনা দৃশ্য-ফিফা বর্ষসেরার লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে এবার সেরা দশের তালিকায় নেই সময়ের আরেক সেরা ফুটবলার নেইমার। ইনজুরিতে মৌসুমের বড় একটা অংশ মাঠের বাইরে থাকার কারণেই ছিটকে গেছেন তিনি!

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বুধবার প্রকাশ করেছে ২০১৯ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ এর তালিকা। একইসঙ্গে পুরুষ ফুটবলের সেরা কোচ বাছাইয়ের জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা।

সেরা ফুটবলারের দৌড়ে এবারও এগিয়ে আছেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখালেও ঠিকই ছন্দ ধরে রেখেছেন তিনি। দলকে এনে দিয়েছেন সিরি এ ট্রফি। তবে একটুর জন্য স্পর্শ করতে পারেন নি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। লিগে করেছেন ২১ গোল। সব মিলিয়ে তার গোল সংখ্যা ২৮টি।

এখানেই শেষ নয়, পর্তুগালের হয়ে তার নেতৃত্বেই দল পেয়েছে উয়েফা নেশন্স লিগ ট্রফি। সেমি-ফাইনালে হ্যাটট্রিকে বুঝিয়ে দিয়েছিলেন, কেন তিনি সেরা। ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরার দৌড়ে আছেন সিআর-সেভেন।

মেসির অবশ্য বছরটা কেটেছে ভাল মন্দ মিলিয়ে। স্প্যানিশ লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকেই বিদায় নেয় তার দল। আবার জাতীয় দলের হয়ে হতাশ করেন তিনি কোপা আমেরিকায় নজর কাড়া হয়নি। তবে ব্যক্তিগত নৈপুন্যে এবারও বাজিমাত করেন মেসি। লা লিগায় সর্বোচ্চ ৩৬ আর চ্যাম্পিয়ন্স লিগে ১২ গোল করে তার হাতেই উঠে পিচিচি ট্রফি আর ইউরোপিয়ান গোল্ডেন শু।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/01/1564626895898.jpg

সংক্ষিপ্ত দশে আছেন লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা তিন তারকা মোহাম্মদ সালাহ, ভার্জিল ভন ডাইক ও সাদিও মানে। আছেন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) লিগ শিরোপা এনে দেওয়া কিলিয়ান এমবাপে। যিনি করেছেন মৌসুমে ৩৩ গোল।

সেরা দশে থাকা ফুটবলারদের মধ্য থেকেই এখন নির্বাচিত হবেন বর্ষসেরা। এখান ভোট দেবেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীরা।

দেখে নিন কারা আছেন সেরা দশে-

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল ও জুভেন্টাস), লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা), মোহাম্মদ সালাহ (মিশর, লিভারপুল), ফ্রেংকি ডি ইয়ং (নেদারল্যান্ডস (আয়াক্স/বার্সেলোনা), মাটাইস ডি লিখট (নেদারল্যান্ডস, আয়াক্স/জুভেন্টাস), ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম চেলসি/রিয়াল মাদ্রিদ), হ্যারি কেইন (ইংল্যান্ড, টটেনহ্যাম হটস্পার), সাদিও মানে (সেনেগাল, লিভারপুল), কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি) ও ভার্জিল ভন ডাইক (নেদারল্যান্ডস, লিভারপুল)।

সেরা কোচের ১০ জনের সংক্ষিপ্ত তালিকা-

দিদিয়ের দেশম (ফ্রান্স), তিতে (ব্রাজিল), রিকার্দো গার্সিয়া (পেরু), পেপ গুয়ার্দিওলা (ম্যানচেস্টার সিটি), ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল), মাউরিসিও পচেত্তিনো (টটেনহ্যাম হটস্পার), ফের্নান্দো সান্তোস (পর্তুগাল), এরিক টেন হাগ (আয়াক্স), জামেল বেলমাদি (আলজেরিয়া), ও মার্সেলো গায়ার্দো (রিভার প্লেট)।

   

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;