ভ্যান চালিয়ে আলিফের এসএসসি পাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
ভ্যান চালাচ্ছে শিক্ষার্থী আলিফ হোসেন। ছবি: বার্তা২৪.কম

ভ্যান চালাচ্ছে শিক্ষার্থী আলিফ হোসেন। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে আলিফ হোসেন। উপজেলার আড়ানী পৌর এলাকায় থাকে তারা। দেড় কাঠা জমির উপর নির্মিত বাড়িটুকুই তাদের শেষ সম্বল। এক ঘরে আলিফ ও অন্য ঘরে বাব-মা ও ছোট বোন থাকে।

দীর্ঘদিন ধরে আলিফের বাবা অসুস্থ। তার মা প্রতিদিন আড়ানী স্টেশনে চা বিক্রি করেন। তা থেকে যা আয় হয়, সেই অর্থে চারজনের সংসার চলে না। তাই বাধ্য হয়েই ভ্যান চালাতে শুরু করে আলিফ। তাও প্রায় ৪ বছর হয়ে গেল। কিন্তু প্রবল ইচ্ছাশক্তি থাকায় ভ্যান চালানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যায় সে।

আলিফ নিয়মিত ক্লাস করতে পারবে না এমন চিন্তা থেকে বাঘা উপজেলার পার্শ্ববর্তী নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়। এই প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে। সেখান থেকে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন বিষয় নিয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার মধ্যেও ভ্যান চালিয়েছে আলিফ। সোমবার (০৬ মে) এসএসসির ফল প্রকাশ করা হয়। সে জিপিএ-৪.১১ পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

আলিফের বাবা আমিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘আলিফ যেটুকু পড়েছে, তা নিজের চেষ্টায়। আমরা কিছুই করতে পারিনি। ছেলেটা আমার না খেয়েও পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা দিয়ে এসে আবার বিকেলে ভ্যান চালিয়েছে। ওকে পড়াতে মন চায়। তবে আমি অসুস্থ হয়ে পড়ে আছি বিছানায়।’

আলিফ বলে, ‘ঠিকমতো ক্লাস করতে পারিনি। বাড়িতে পড়ালেখার তেমন পরিবেশও নেই। সারাদিন কাজ করে রাতে পড়া খুব কষ্ট। তবে আল্লাহর রহমতে যে রেজাল্ট হয়েছে, তাতে আমি খুশি। আগামীতে আরও ভালো করতে চাই। দোয়া করবেন আপনারা।’

আলিফ আরও বলে, ‘এখন একটাই চিন্তা কীভাবে কলেজে ভর্তি হব। আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই। বাবা-মায়ের এতো কষ্ট, নিজের কষ্ট, সব দূর করতে চাই। কেউ যদি আর্থিকভাবে একটু সহযোগিতা করত, তবে ভ্যান চালানোর কাজ বাদ দিয়ে স্টেশনে দোকান দিতাম। মায়ের চা বিক্রির কাজটি সবাই মিলে করতে পারতাম।’

আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক রাজ বলেন, ‘আমরা আলিফের পরিবারকে পৌরসভা থেকে সহযোগিতা করার সাধ্যমতো চেষ্টা করব।’

   

সুনামগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

 

সুনামগঞ্জের ছাতকে বাস-অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় কন্ঠ শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) সহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজের পাশে এ ঘটনায় ঘটে।

নিহতরা হলেন- কন্ঠ শিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) ও আব্দুস সাত্তার। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

তিনি বলেন, সকাল পৌনে সাতটার দিকে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজনেই ঘটনাস্থলে মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস আটক রয়েছে। 

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৯



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৯

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সাত হাজার ৬৯৫ পিস ইয়াবা, ৩ কেজি ৩৭৫ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৮০ বোতল দেশী মদ ও ২৫ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭ টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

;

ঢাকার বাতাসে নেই স্বস্তির খবর, মান ‘অস্বাস্থ্যকর’



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কয়েক দিনের তীব্র গরম আর শুষ্ক আবহাওয়ায় ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার (৭ এপ্রিল) রাজধানীতে এক পশলা বৃষ্টি হলেও বাতাসে নেই স্বস্তির খবর।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার ১৫৬ স্কোর নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।  

এছাড়া বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান পাকিস্তানের লাহোর, ১৮৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং নেপালের কাঠমান্ডুর ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

;

ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা

  • Font increase
  • Font Decrease

আগামী শনিবার (২০ এপ্রিল) বাংলাদেশে সফর করতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।

একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব।

তবে তার সফরের বিস্তারিত এখনো জানা যায়নি।

গত মার্চ মাসে পররাষ্ট্র সচিব হিসেবে বিনয় কোয়াত্রার কার্যকালের মেয়াদ ছয় মাস বাড়িয়েছে ভারত সরকার। ১৯৮৮ সালে ভারতীয় পররাষ্ট্র পরিষেবায় যোগ দেয়া কোয়াত্রা ২০২২ সালের ১ মে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পান।

এর আগে গত ২০২৩ সালের ২৪ তারিখে নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। এফওসি হলো দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তারিত আলোচনা নিয়ে দুটি দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক সংলাপ প্রক্রিয়া।

দ্বিপক্ষীয় সংলাপে উভয় পক্ষ সাধারণত সীমান্ত ও নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনগণের মধ্যে সম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগিতাসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করে থাকে।

এদিকে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, ভারতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে সাতটি ধাপে আগামী ১৯ এপ্রিল লোকসভার ভোটগ্রহণ শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত। আর আগামী ৪ জুন ভোট গণনা করা হবে।

সূত্র: ইউএনবি

;