সদরঘাটে উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে যাত্রা



স্টাফ করেসপেন্ডন্ট,বার্তা২৪.কম
সদরঘাটে ঈদযাত্রীদের উপচে পড়া ভিড়। ছবি: মেহেদী হাসান।

সদরঘাটে ঈদযাত্রীদের উপচে পড়া ভিড়। ছবি: মেহেদী হাসান।

  • Font increase
  • Font Decrease

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় জমেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। প্রতিটি লঞ্চ যাত্রী বোঝাই, পা ফেলবার জায়গাটুকু নেই। এর মধ্যে ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে উঠেছে যাত্রীরা। ছাদ থেকে নামিয়ে দিলেও তারা মানছে না প্রশাসনের নির্দেশনা।

সোমবার (২০ আগস্ট)  সকাল থেকে সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল যাত্রীদের নিয়ে রওনা প্রতিটি লঞ্চেই এমনই চিত্র দেখা যায়।

দু-একটি লঞ্চের ছাদে যাত্রী উঠতে গেলে তাদেরকে নৌ পরিবহন কর্তৃপক্ষের লোকজন নামিয়ে দেন। কিন্তু যাত্রীরা আবারও উঠে পড়ে।

এছড়াও বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শকের রুম থেকে মাইকে বারবার সতর্ক করা হচ্ছে কিন্তু কোনো ভাবেই মানছে না যাত্রীরা, শুনছে না প্রশাসনের নির্দেশনা। যাত্রীদের চাপ থাকায় সামলাতে হিমশিম খাচ্ছে নৌ পুলিশ ও আনসার সদস্যরা।

তবে ঈদের যাত্রায় সিট না পেলেও কষ্ট করেও বাড়ি যেতে চায় যাত্রীরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/20/1534741502643.gif

ঢাকা–কালাইয়া রুটের এম ভি বন্ধন-৫ যাত্রী বেসরকারি চাকুরিজীবী আফজাল হোসেন বার্তা২৪.কমকে বলেন, সবাই পরিবার পরিজনের সঙ্গে ঈদে করতে বাড়িতে যাচ্ছে। কিন্তু সবার জন্য সিট হয় না; তবুও কষ্ট করে যেতে হয়; তাই অনেকে আবার ঝুঁকি নিয়ে ছাদে উঠছে। যাত্রী হিসাব বলব; সবার সহযোগিতা করা উচিত; সর্তক থাকাও উচিত।

এদিকে, সকাল ৭টার দিকে ঢাকা-মনপুরা রুটের এম ভি তাসরিফ-১ লঞ্চর যাত্রীতে পূর্ণ হলেও ছাড়ছিল না মালিক পক্ষ। এসময় যাত্রীরা সরগোল করতে থাকে। পরে যাত্রীদের সরগোল শুনে ঘাটে থাকা নৌ পুলিশ সদস্যরা লঞ্চ মালিকে দ্রুত লঞ্চ ছাড়ার নির্দেশ দেয়।

ভিআইপি যাত্রীদের জন্য অপেক্ষা করছিলাম জানিয়ে এম ভি তাসরিফ-১ জসিম উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, এই লঞ্চ ছাড়ার সময় বিকালে ৬টার দিকে। কিন্তু যাত্রীতে দ্রুত ভর্তি হয়েছে। পুলিশ দ্রুত ঘাট ছাড়ার নির্দেশ দিয়েছে। এখনেই ছাড়াব। তবে অনেক ভিআইপি এখন পর্যন্ত লঞ্চ ঘাটে পৌঁছাতে পারেনি। নৌ পুলিশ পরিদর্শক আশরাফ বার্তা২৪.কমবে বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য লঞ্চ মালিকে লঞ্চ ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। লঞ্চ মালিক ভিআইপি যাত্রীর কথা বলে ছাড়তে দেড়ি করছিল। পরে বলেছি- এই লঞ্চের ভিআইপি তালিকা চেয়েছি; তাদের অন্য লঞ্চ তুলে দেয়া হবে।

তিনি বলেন, সকাল থেকে যাত্রীরা আসছে; চাপ বাড়ছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছি। যাতে যাত্রীদের কোনো সমস্যায় পড়তে না হয়।

পরে সাড়ে ৭ টার দিকে ঢাকা- মনপুরা-এমরুদিন এম ভি তাসরিফ-১ লঞ্চ যাত্রীতে রওনা দেয়। এর আগে সকালে মূলাদী ও ওয়াপদা আগামী ৪টি লঞ্চ গেছে বলে বার্তা২৪.কমকে জানান বিআইডব্লিউটিএ বন্দর ট্রফিকের যুগ্ম পরিচালক আলমগীর হোসেন।

তিনি বলেন, ছাদ থেকে যাত্রীদের নামিয়ে দিয়েছি। আমরা চলে এলে যাত্রীরা আবার গিয়ে উঠে পড়ে। তবে আমরা বসে নেই। একটি লঞ্চেও অতিরিক্ত যাত্রী উঠতে দেয়া হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন; সেজন্য আমরা সবসময় প্রস্তুত আছি।

   

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

  • Font increase
  • Font Decrease

চৌগাছায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (২৭) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজে পাশে ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত শামীম হোসেন উপজেলার সুখপুকরিয়া ইউনিয়নের আড়সিংড়ী সুখপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী অন্য একটি বাসের চালক রানা এবং একটি বাসের সুপারভাইজার লাভলু বলেন, শামীম যশোর-চৌগাছার লোকাল বাস ইউএ ট্রাভেলসের একটি বাসে (যশোর-ব-১১-০২০৫) চালকের সহকারী হিসেবে কাজ করতো। দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা মেইন বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যশোরে যাওয়া এএ আফ্রিদি নামের একটি বাসে (যার নম্বর ঢাকা মেট্রো-জ ০৪-৭১৬) করে চৌগাছা ফিলিং স্টেশনে যাচ্ছিলো। ফিলিং স্টেশনে পৌঁছে বাসটির সামনের গেইট দিয়ে নামতে গিয়ে পা-পিছলে পড়ে গেলে একই বাসের পিছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি হেফাজতে নেয়।

হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

;

মাগুরায় বজ্রপাতে ২ যুবক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া ও চরপাড়া গ্রামে পৃথক বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন একই উপজেলার কানুটিয়া গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) ও চরপাড়া গ্রামের আকুল শেখের ছেলে উমেদ আলী (২০)। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতের ঘটনায় এ দুইজন নিহত হয়।

মাগুরা মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানুল ইসলাম জানান, বিকালে জমিতে কৃষি কাজ করার সময় আকস্মিকভাবে ঝড়ো হাওয়া এবং বজ্রপাত শুরু হয় এ সময় বজ্রপাতে তন্ময় ও উমেদ আলী আহত হয়।

স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

;

উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সম্পদের বিভাজন রোধে সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা উচিত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে, ডুপ্লিকেশন এবং ওভারল্যাপিং কমানো প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অসংখ্য চ্যালেঞ্জ এবং অস্তিত্বের হুমকির সঙ্গে, আর্থিক এবং সক্ষমতা বৃদ্ধির জন্য সম্পদের সুরক্ষা অপরিহার্য।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত কান্ট্রি এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস ২০২৩ : বিল্ডিং ব্যাক এ গ্রিনার বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যই সর্বাগ্রে এবং সরকার বায়ু ও পানির গুণমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ু কর্মের জন্য অগ্রাধিকারমূলক হস্তক্ষেপগুলি ক্রমানুসারে করা হচ্ছে, এবং সরকার সক্রিয়ভাবে একটি সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়ন করছে।

তিনি বলেন, উদীয়মান চাহিদা মোকাবিলার জন্য প্রয়োজনীয় নীতির সমন্বয় করা হবে। মন্ত্রী সাবের হোসেন চৌধুরী টেকসই অনুশীলনের গুরুত্বের ওপর জোর দেন এবং বাংলাদেশের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগের কথা তুলে ধরেন।

বাংলাদেশের নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম এসময় উপস্থিত ছিলেন।

 

;

নিত্যপণ্যের দাম বাড়াতেই ভারতীয় পণ্য বর্জন করছে বিএনপি: নাছিম



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
নিত্যপণ্যের দাম বাড়াতেই ভারতীয় পণ্য বর্জন করছে বিএনপি: নাছিম

নিত্যপণ্যের দাম বাড়াতেই ভারতীয় পণ্য বর্জন করছে বিএনপি: নাছিম

  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নিত্যপণ্যের দাম যাতে আরও বেড়ে যায়, সেজন্যই ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি পালন করছে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চলনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জী।

বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার সরকারের বিরোধিতার নামে দেশের মানুষের কষ্ট বাড়িয়ে তুলছে বিএনপি। তারই নতুন সংস্কার ভারত বিরোধিতা। নিত্যপণ্যের দাম যাতে আরও বৃদ্ধি পায়, সেজন্যই তারা ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচি শুরু করেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কখনোই দেশের মানুষের ভালো চায় না। মানুষ শান্তিতে থাকুক- তারা এটা চায় না। জন্মলগ্ন থেকেই তারা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছে, মানুষের স্বার্থে আঘাত লাগে এমন কাজ করছে আর ভারত বিরোধিতা তাদের তেমনই কর্মসূচি।

;