প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি’র ৩৯, আ'লীগের ১ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নয়পত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফেরত পেয়েছেন বিএনপির ৩৯ জন প্রার্থী। অপরদিকে দলটির ২০ জন প্রার্থীর আপিল নাচক হয়েছে। আর আপিল করে প্রার্থিতা ফেরত পেয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন প্রার্থী। 

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আপিল শুনানির প্রথম দিনের কার্যক্রম পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। পর্যালোচনা করে দেখা গেছে রিটার্নিং অফিসার লাভজনক পদে থাকার কারণে যেসব প্রার্থীদের প্রার্থিতা বাতিল করেছিলেন আপিলে তার বেশিরভাগই প্রার্থিতা ফেরত পেয়েছেন।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন প্রথম দিনের মত আপিল শুনানি করেন। এতে আপিলের আবেদনকারীদের মধ্যে ১ থেকে ১৬০ ক্রমিক পর্যন্ত আবেদন নিষ্পত্তি হয়।

আপিলে বিএনপি’র যেসব প্রার্থিতা ফেরত পেয়েছেন তারা হলেন- বগুড়া-৭ আসনের মোরশেদ মিল্টন, ঝিনাইদহ-১ মো. আব্দুল ওয়াহাব, ঢাকা-২০ তমিজ উদ্দিন, কিশোরগঞ্জ-২ আখতারুজ্জামান, পটুয়াখালী-৩ গোলাম মওলা রনি, ঝিনাইদহ-২ আব্দুল মজিদ, ঢাকা-১ খন্দকার আবু আশফাক, দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম।

জামালপুর-৪ আসনে ফরিদুল কবীর তালুকদার শামীম, পটুয়াখালী-৩ মো. শাহজাহান, সিলেট-৩ আব্দুল কাইয়ুম, জয়পুরহাট-১ ফজলুর রহমান, পাবনা-৩ মো. হাসাদুল ইসলাম, মানিকগঞ্জ-২ আবিদুর রহমান খান, সিরাজগঞ্জ-৩ মো. আইনাল হক, খুলনা-৬ এসএ শফিকুল আলম, ময়মনসিংহ-৭ আসনে মো. জয়নাল আবেদীন।

শেরপুর-২ আসনে একেএম মুখলেছুর রহমান, ঢাকা-৫ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৩ মুজিবুল হক, মানিকগঞ্জ-১ মোহাম্মদ তোজাম্মেল হক, ময়মনসিংহ-৩ আহাম্মদ তায়েবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আবু আসিফ, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, মানিকগঞ্জ-৩ মো. আতাউর রহমান।

ঢাকা-১৪ আসনে সৈয়দ আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩ আব্দুল খালেক, চট্টগ্রাম-১ নুরুল আমীন, কুমিল্লা-৫ মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা, গাইবান্ধা-৩ মোহাম্মদ রফিকুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনে মো: নাজিমুল ইসলাম।

রাজশাহী-১ আসনে মো. আমিনুল হক, দিনাজপুর-১ মো. হানিফ, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, সিরাজগঞ্জ-৫ আব্দুল্লাহ আল মামুন, নাটোর-৪ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৬ এমএ মুহিত ও সিরাজগঞ্জ-৫ আসনে মেজর (অব:) মঞ্জুর কাদের।

বিএনপির যেসব প্রার্থীদের প্রার্থীতা ফেরত আসেনি তাদের মধ্যে রয়েছেন খাগড়াছড়ি আসনের আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, পঞ্চগড়-১ মো. তৌহিদুল ইসলাম, বগুড়া-৩ মো. আব্দুল মুহিত, বগুড়া-৬ একেএম মাহবুবুর রহমান, হবিগঞ্জ-২ মো. জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আখতার হোসেন।

ফেনী-১ আসনে মো. নূর আহাম্মদ মজুমদার, লালমনিরহাট-২ মো. জাহাঙ্গীর আলম, রংপুর-৫ মমতাজ হোসেন, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ নাসির, নীলফামারী-৪ মো. আমজাদ হোসেন, নীলফামারী-৩ ফাহমিদ ফয়সাল চৌধুরী, সিরাজগঞ্জ-৩ সাইফুল ইসলাম শিশির।

বাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার, বগুড়া-৭ মোহাম্মদ সরকার বাদল, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ, নওগাঁ-৫ মোহাম্মদ নাজমুল হক, যশোর-২ সাবিরা নুর ও মাগুরা-২ আসনে খন্দকার মেহেদী আল মাসুম।

আর আওয়ামী লীগের ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী আব্দুল মান্নানও প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিদ্যুৎ বিলের কাগজ না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

   

মাগুরার দুই উপজেলায় ২৯ প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্ত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথম ধাপের নির্বাচনে উপজেলা পরিষদ মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়া ২৯ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৯ জনের মনোনয়নই চূড়ান্ত ঘোষণা করেন নির্বাচন অফিস।

জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৯ জনের মনোনয়নই চূড়ান্ত হয়েছে। যার মধ্যে মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে। অপর দিকে শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জনের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে।

যাচাই-বাছাই শেষে মাগুরা সদরের চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এ এইচ এম জাহিদুর রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সদরের কুচয়ামোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন শিকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী নবীব আলী, আওয়ামী লীগের সমর্থক, সদরের কছুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগের সমর্থক উত্তম কুমার বিশ্বাস।

অপর দিকে শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদের ৪ জন হচ্ছেন শ্রীপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মিয়া মাহমুদুল গনি শাহীন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাসিম বিল্লাহ সংগ্রাম, আওয়ামী লীগের সমর্থক শরিয়াত উল্লাহ মিয়া রাজন, আওয়ামী লীগের সমর্থক খন্দকার আশরার এলাহী।

;

উপজেলা নির্বাচন: কুষ্টিয়ায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দুই উপজেলায় মোট ১০ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে ৩ জন এবং খোকসা উপজেলায় মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।

বুধবার (১৭ এপ্রিল) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে সদর উপজেলার চেয়ারম্যান পদের তিনজন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। খোকসা উপজেলার ছয়জনের প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয় ও একজনের প্রার্থিতা বাতিল করা হয়।

সদর উপজেলা পরিষদের প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ারদার ও আবু আহাদ আল মামুন।

আর খোকসা উপজেলায় প্রার্থী রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রহিম খান ও তার ছেলে শাওন মাহমুদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত, ওসমানপুর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলামে স্ত্রী ছালেহা বেগম এবং ভাই সাইফুল ইসলাম। আর প্রার্থিতা বাতিল হয়েছে ওসমানপুর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলামের।

এছাড়াও দুই উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং খোকসা উপজেলার ৯ জনের মধ্যে ৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় ও ১ জনের প্রার্থিতা বাতিল করা হয় ।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দুই উপজেলায় মোট ১০ জন প্রার্থী চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এক জনের প্রার্থিতা বাতিল হয়েছে এবং ৯ জনে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আর ভাইস চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে ও ১১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

;

নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রার্থী বৈধ হলে ব্যবস্থা নেবে ইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসনেকে অপহরণ ও মারধরের ঘটনায় প্রার্থীর বৈধতা পেলে নির্বাচন কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ৩১ তম কমিশন সভা শেষে গণমাধ্যমকে তিনি এই কথা বলেন।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভিকটিমকে উদ্ধার করেছে। দুইজনকে ইতিমধ্যে আটক করেছে। এদের একজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে।

সুতরাং ক্রিমিনাল অফেন্সের বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে। আর কমিশন সংক্রান্ত বিষয়ে আইনগত দিকটা দেখতে হবে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তার পক্ষে যারা কাজ করেছেন তিনি মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন সেটা নির্বাচন কমিশনের আওতায় আসবে। তখন নির্বাচন সংক্রান্ত আইন কানুন প্রতিফলিত হবে।

এদিকে নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসনেকে অপহরণ ও মারধরের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে স্বপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তদন্তে সত্যতা পেয়েছে সাংবিধানিক এ সংস্থাটি ।

 

;

সিলেটে ২৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮ জনের মনোনয়নপত্র দাখিল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
সিলেটে ২৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮ জনের মনোনয়নপত্র দাখিল

সিলেটে ২৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮ জনের মনোনয়নপত্র দাখিল

  • Font increase
  • Font Decrease

প্রথম ধাপে সিলেটে চারটি উপজেলা পরিষদ নির্বাচনে ২৮ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮ জন অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা চারটি হলো- সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথও গোলাপগঞ্জ।

উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে বিশ্বনাথ উপজেলায় সবচেয়ে বেশি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।

সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন-মো. এজাজুল হক, মো. ইসলাম উদ্দিন, মো. আহাদ মিয়া, মো. সুজাত আলী রফিক, মো. সামসুল ইসলাম, মিল্লাত আহমদ চৌধুরী, ডা. মো. খলিলুর রহমান।

ভাইস চেয়ারম্যান পদে-মো.নিজাম উদ্দিন, বিলাশ বোনার্জী, মো.সাইফুল ইসলাম, সেলিম আহমেদ, মো.জাকির হোসাইন, মো.ওলিউর রহমান, নুরুল ইসলাম ও রথীন্দ্র লাল দাস। মহিলা ভাইস চেয়ারম্যান পদে-দিলরুবা বেগম ও হাছিনা আক্তার মনোনয়ন জমা দেন।

দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে- মোহাম্মদ ফখরুল ইসলাম. মোহাম্মদ সুলাইমান হোসেন, মো. জুয়েল আহমদ, মো. বদরুল ইসলাম, মোহাম্মদ শামীম আহমদ, মো. সাহেদ মোশাররফ ও মো.মইনুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন-মোহাম্মদ মাহবুবুর রহমান, ফয়েজ আহমদ, আলী আছগর খাঁন শামীম, মো.আব্দুর রহমান ও নন্দন চন্দ্র পাল মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আইরিন রহমান কলি, হালিমা বেগম ও ফাহিমা বেগম।

বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

চেয়ারম্যান দাখিলকারীরা হলেন-বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, আকদ্দুছ আলী, আলতাব হোসেন, শমসাদুর রহমান রাহিন, এআর চেরাগ আলী, সোহেল আহমদ চৌধুরী, গৌছ খান, সেবুল মিয়া ,সফিক উদ্দিন, নিজাম উদ্দিন সিদ্দিকী।

ভাইস চেয়ারম্যান পদে- সিরাজুল ইসলাম, মুহিবুর রহমান সুইট, মো.কাওছার খান, আব্দুর রব সরকার ইসলাম উদ্দিন ও পার্থ সারথী দাশ পাপ্পু মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুলিয়া বেগম, বেগম স্বপ্না শাহিন ও করিমা বেগম মনোনয়নপত্র জমা দেন।

গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে-মঞ্জুর কাদির শাফি, আবু সুফিয়ান ও শাহিদুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।

ভাইস চেয়ারম্যান পদে- ফরহাদ আহমদ, আবু সুফিয়ান মো. আজম, মো. লবিবুর রহমান, মো. আকমল হোসেন ও নাবেদ হোসেন মনোনয়ন জমা দিয়েছেন।

আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস পারভিন ও সেলিনা আক্তার শীলা মনোনয়ন জমা দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে আগামী ৮ মে। এই ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২২টি উপজেলাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিল ১৫ এপ্রিল পর্যন্ত, বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ৮ মে ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে।

;