মিরপুরের উইকেট এবং মাশরাফির ব্যাখ্যা



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা

  • Font increase
  • Font Decrease

-উইকেট কেমন?

প্রশ্নের উত্তর শুনে শুধু দুর থেকে ঘাড় নাড়ান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। মৃদু হাসিতেই উত্তর দেয়ার কাজ সারেন। শনিবার সকালে সেন্টার উইকেটের পরিচর্যা চলছিল। এই সময় ফটোসাংবাদিক ও টিভি ক্যামেরার লেন্স সেন্টার উইকেটের তাক হতেই হা হা করে উঠেন পিচ কিউরেটর। হাত নাড়িয়ে ছবি তুলতে নিষেধ করেন। মনে হল সেন্টার উইকেটের ছবি তুলে ফেললে এই উইকেটের গুনাগুণ ফাঁস হয়ে যাবে!

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের চরিত্র বিশ্লেষণে একটা শব্দই যথেস্ট-স্পিন সহায়ক! সেটা জিম্বাবুয়েরও বেশ ভালই জানা। এই সিরিজে তাদের বেশিরভাগ সময় বাংলাদেশের স্পিন আক্রমণ সামাল দিতে হবে, সেটাও অজানা কিছু নয়। এই উইকেট জিম্বাবুয়ের দলের খেলোয়াড়দের জন্য নতুন কোন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ের আর্ন্তজাতিক ক্রিকেটে বাংলাদেশের পেসাররাও ভাল সাফল্য দেখিয়েছেন। ওয়ানডে ম্যাচের একাদশে তিন পেসার নিয়ে খেলাকে বাংলাদেশ নিয়মিত একটা ব্যাপারই বানিয়ে ফেলেছে।

অতিথি দল জিম্বাবুয়ে বিকেএসপিতে যে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানেও বিসিবি একাদশের পেসাররাই মুলত গুঁড়িয়ে দেয় তাদের ব্যাটিংলাইন আপকে। তো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কি বাংলাদেশ তেমন পেস সহায়ক উইকেট বানিয়ে জিম্বাবুয়েকে আরেক দফা ভড়কে দিতে পারে না? চিরায়িত স্পিন আক্রমণের একঘেঁয়ে পরিকল্পনা থেকে বেরিয়ে আসার কোন উপায় কি বাংলাদেশ খুঁজছে? এই প্রশ্ন উঠছে, কারণ বিশ্ব আসরের কোন প্রতিযোগিতায় নিশ্চয়ই মিরপুরের মতন এমন স্পিনবান্ধব উইকেট পাবে না বাংলাদেশ। সেই সময়, সেই পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার কোন পরিকল্পনা কি আছে বাংলাদেশের?

সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই প্রসঙ্গে বলছিলেন-‘ পেছনের তিন-চার বছর ধরে আমরা শতকরা ৯৯ ভাগ সময় একাদশে তিনজন ফাস্ট বোলারকে ব্যাকআপ করেছি, যে কোন অবস্থায় ও যে কোন উইকেটে। আমরা পেস বোলিংয়ে সবসময় প্রাধান্য দিয়ে এসেছি। আমাদের পেস বোলিং বিভাগও ভালো করছে। খারাপও করেছে। তবে খারাপের চেয়ে ভালোর সংখ্যাই বেশি। ম্যাচ উইনিং পারফরমেন্সও আছে বেশ। আমরা যতদুর সম্ভব এটা ব্যাক আপ করে যাবো। একই সঙ্গে উপমহাদেশ ও মিরপুরের উইকেটে স্পিনের একটা বড় ভুমিকা থাকে। আমরা স্পিন দিয়ে প্রতিপক্ষকে এর আগে অনেক সময় অলআউট করেছি এখানে। এটা অবশ্যই আমাদের মাথায় আছে এবং থাকবে। তবে সেই সঙ্গে আমরা পেস বোলারদেরও সব জায়গায় ব্যাকআপ দিয়েছি। সামনের দিনেও সেটা দিয়ে যাবো।’

আর মিরপুরের উইকেট বিশ্লেষণে মাশরাফি যা বললেন তার অর্থ দাড়ালো এই উইকেটের ‘চরিত্র’ কখন বদলায় তার কোন ঠিক ঠিকানা নেই! স্লো এবং লো-বাউন্সের উইকেট হিসেবে পরিচিত মিরপুরের উইকেট। তবে হঠাৎ করেই এই উইকেটের আচরণ বদলে যায়। এই বদলে যাওয়া উইকেটের সঙ্গে সবচেয়ে ভাল মানিয়ে নেয়ার ক্ষমতা বাংলাদেশ দলের খেলোয়াড়দেরই আছে। কারণ আর কিছু নয়-অভিজ্ঞতা ও অভ্যস্থতা! মাশরাফির ব্যাখায়ও সেই উত্তরই মিললো-‘আমরাও বিশ্বাস করি মিরপুরের উইকেট আনপ্রেডিক্টবল। হঠাত করেই এখানে উইকেটের আচরণ বদলে যায়। হঠাৎ করে দেখা যায় বল টার্ন হচ্ছে বা নিচু হয়ে আসছে। তখন কিন্তু যারা ব্যাটিং করছে তাদেরও মাইন্ডসেট পরিবর্তন করতে হচ্ছে। ডাগআউটে যারা থাকে তাদেরও মাইন্ডসেট পরিবর্তন করতে হয়। আনপ্রেডিক্টেবল হলেও আমরা অভ্যস্ত হয়ে গেছি। কারণ বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়ই ১০ বছর যাবত এই উইকেটে খেলছে। তো এই জায়গায় অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। ঘরোয়া ক্রিকেটেও যারা খেলছে অভ্যস্ত হয়ে গেছে। আপনি যদি দেখেন একক্ষেত্রে সুবিধাও থাকে। উইকেটের আচরণ যখন বদলাতে থাকে তখন প্রতিপক্ষের জন্য একটু কঠিন হয়। আমরা যখন ২০১৫ থেকে জেতা শুরু করেছি তখন থেকে আমার বিশ্বাস এই মাঠে আমাদের রেকর্ড ভাল। খেলার মাঝবিরতির পর এই উইকেট অন্যরকম আচরণ শুরু করে। এজন্য বলছিলাম আনপ্রেডিক্টেবল। তবে আমি নিশ্চিত আমাদের ক্রিকেটাররা এই উইকেটে এতদিন খেলার পরে কোন অজুহাত দাড় করাবে না। তবে ম্যাচে ২৫০-২৬০ রান করার একটা মাইন্ড সেটআপ আমাদের থাকা উচিত। এমন রান তুলতে পারলে সেটা প্রতিপক্ষের জন্য কঠিন হবে।’

   

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



Rasel
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;

মুস্তাফিজদের নয়, দোষ শিশিরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংস পেরে উঠল না। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌয়ের, কিন্তু মুস্তাফিজ সে ওভারে বোলিংয়ে এসে তিনটি বৈধ ডেলিভারিতেই খরচ করেছেন ১৯ রান। ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

২১০ রানের বড় সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। শুধু মুস্তাফিজই, দলের অন্য বোলাররাও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের সামনে খাবি খেয়েছেন। তাদের শাসন করেই ১২৪ রানের অবিশ্বাস্য হার না মানা ইনিংস খেলে লক্ষ্ণৌকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রতিপক্ষ শিবিরে থেকেও প্রশংসা না করে পারেননি চেন্নাই অধিনায়ক এবং লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন।’ 

তবে ২১০ রান ডিফেন্ড করতে না পারার পরও বোলারদের দায় দিচ্ছেন না চেন্নাই অধিনায়ক, ‘এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

;

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আর্জেন্টিনার তেভেজ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজকে। মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা।

ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি এবং ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলার অবসরের পর এখন আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের হেড কোচের দায়িত্বে রয়েছেন। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে জানায়, সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ‘সন্তোষজনক’।

তবে সতর্কতাবশত তেভেজকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে বলেও ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতিতে জানানো হয়।

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে নিয়মিত দেখা যায় তেভেজকে। ২০২২ সালে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেয়ার পর কিছু সময় রোজারিও সেন্ট্রালের দায়িত্বে ছিলেন। ২০২৩ সালের আগস্টে ইন্দিপেন্দিয়েন্তের ডাগআউটে দাঁড়ান।

;