Alexa
independent day 2019

‘সোনার চরে’ হৃদয় জেজের প্লে-ব্যাক

‘সোনার চরে’ হৃদয় জেজের প্লে-ব্যাক

ছবি: বার্তা২৪

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম

‘সোনার চর’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়ে প্লে-ব্যাক করলেন ‘আমার হৃদয়ও পিঞ্জিয়ার পোষা পাখিরে’ জনপ্রিয় এ গানের কণ্ঠশিল্পী হৃদয় জেজে। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা জাহিদ হোসেইনের ‘সোনার চর’ সিনেমাটিতে ‘দিনে দিনে’ শিরোনামে দেহতত্ব গানে কণ্ঠ দিয়েছেন তরুণ এ কণ্ঠশিল্পী।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/12/1547298236932.jpg

সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। সাধক নীলকণ্ঠের সুর ও কথায় এর সংগীতায়োজন করেছেন আবিদ রনি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/12/1547298256068.jpg

প্লেব্যাক প্রসঙ্গে হৃদয় জেজে জানান, ‘সিনেমা জগতে জীবনের প্রথম গাওয়া গান এটি। গানটির কথা ও সুর দেহতাত্মিক হওয়ায় আশা করছি শ্রোতা ও ভক্তদের ভালো লাগবে। সব শ্রেণির মানুষের শোনার মতো একটা গান।’

উত্তরবঙ্গের ফোকিজম ব্যান্ডের ভোকাল হৃদয় জেজে মনে করছেন, ভালো প্রচারণা হলে সোনার চর সিনেমার ‘দিনে দিনে’ শিরোনামে এ গানটি মানুষের মাঝে সাড়া ফেলবে।

বিনোদন এর আরও খবর