Alexa

রোববারের রাশিফল, তারিখ- ১৩/০১/২০১৯

রোববারের রাশিফল, তারিখ- ১৩/০১/২০১৯

ছবি: বার্তা২৪

মেষ: (২১ মার্চ২০ এপ্রিল

চাহিদা ও প্রত্যাশাগুলি নিয়ন্ত্রণহীন। আর্থিক বিষয়গুলিতে সতর্কতা। সম্পর্কে প্রবেশে চিন্তা। কর্মে মানসিক চাপ।

বৃষ: (২১ এপ্রিল২১ মে)

রাশি চক্রে গ্রহের ইতিবাচক প্রভাব। দিনটি মধুর ও লাভ দায়ক। প্রেম এবং দাম্পত্য জীবনের সমস্যা মেটায় সন্তুষ্টি লাভ।

মিথুন: (২২মে২১ জুন)

বাকবিতণ্ডা। লেখক ও শিল্পীদের জন্য সময়টি ভালো। প্রেম নিয়ে মানসিক অস্থিরতা। উৎসাহ হীনতায় ভুগতে পারেন।

কর্কট: (২২ জুন২২ জুলাই)

বৃহস্পতির প্রভাবে আর্থিক লাভ। মানসিক সক্রিয়তা। অতিরিক্ত তাড়াহুড়োয় সুযোগ হাতছাড়া। প্রেমে সমস্যা।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট

বাড়ির পরিবেশ অনুকূলে নাও থাকতে পারে। শারীরিক ভাবে ক্লান্ত বোধ। প্রেম সফলতায় উদ্বুদ্ধ বোধ। যাত্রাযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর

গ্রহের অবস্থানগুলি ইতিবাচক। অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন। আত্মীয়র থেকে উপহার প্রাপ্তি। ব্যবসায় নতুন যোগসূত্র।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

লম্বা যাত্রার প্রবল সম্ভাবনা। বিদেশে বসবাসকারী আত্মীয়র থেকে সুসংবাদ। কর্মে ঊর্ধ্বতনদের থেকে সহায়তা। প্রেমযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর২২ নভেম্বর)

কর্মে মানসিক দুশ্চিন্তা। ভ্রমণে সমস্যার সম্মুখীন। আত্মীয়র থেকে আসা সুখবর। প্রেম সংক্রান্ত বিষয়ে বিশেষ আনন্দ।

ধনু: (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)

চন্দ্রের প্রভাবে আত্মীয়দের সঙ্গে শুভযোগ। শারীরিক অবস্থার উন্নতি। যাত্রায় বাধা। ধর্মীয় কাজে মন নিবেশ।

মকর: (২২ ডিসেম্বর২০ জানুয়ারি

উৎসাহ উদ্দীপনায় ঘাটতি। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দৈনন্দিন কাজগুলি অসম্পন্ন হতে পারে। প্রেম সম্পর্কে উন্নতি।

কুম্ভ: (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি

বৃহস্পতির প্রভাবে আর্থিক লাভ। মানসিক ভাবে শান্ত থাকার চেষ্টা। কর্মে শুভফল। হজমে সমস্যা। প্রেম শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)

শুভ অনুষ্ঠানে যোগদান। পরিবারের সঙ্গে শুভ সময়। দৈনন্দিন কাজগুলিতে আত্মবিশ্বাস। প্রেমে সমস্যা।

আপনার মতামত লিখুন :