Alexa
independent day 2019

কোটালীপাড়ায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

কোটালীপাড়ায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

কোটালীপাড়ায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, ছবি: বার্তা২৪.কম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে জ্ঞানের আলো পাঠাগার।

শনিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার তারাশী গ্রামের জ্ঞানের আলো পাঠাগার চত্বরে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যশোদা জীবন সাহা, কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য শাহানুর শেখ, পাঠাগারের প্রেসিডিয়াম সদস্য আজিজুল ইসলাম, সভাপতি সুশান্ত মন্ডল, জ্ঞানের আলো পাঠাগারের উপদেষ্টা সবুজ দাড়িয়াসহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ ও পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ প্রসঙ্গে পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বার্তা২৪.কমকে জানান, ঢাকাস্থ আশার আলো ফাউন্ডেশন, কোটালীপাড়ার আখি গার্মেন্টস ও উপজেলা প্রশাসনের সহায়তায় দরিদ্র পরিবারগুলোর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

জেলা এর আরও খবর