Alexa

মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গাসহ ৫ দালাল আটক

মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গাসহ ৫ দালাল আটক

ছবি: প্রতীকী

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফের সাগর উপকূল থেকে মালয়েশিয়াগামী ৬ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বিজিবি। এ সময় ৫ দালালকে আটক করা হয়।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের মহেশখালীয়াপাড়া ও মাঠপাড়া সাগর উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়।

৬ রোহিঙ্গাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। দালালরা হলেন- টেকনাফের মহেশখালীয়াপাড়ার বশির আহমদের ছেলে মো. মনির (২৭), তার ভাই মো. নুরুল ইসলাম (৩৫), শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার অলি আহমদের ছেলে মো. ইউনুছ (৩২), দক্ষিণপাড়ার মৃত নজির আহমদের ছেলে মো. আমিন (৪৯) ও মাঠপাড়ার মোহাম্মদ মুন্না (৩৫)।

আজ দুপুরে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিছু রোহিঙ্গা এমন খবরে অভিযান পরিচালনা করে ৬ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন ৫ জন দালালকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জেলা এর আরও খবর

পুলিশই এখন চিকিৎসক

পুলিশই এখন চিকিৎসক

যতগুলো ঝুঁকিপূর্ণ পেশা রয়েছে এর অন্যতম একটি পুলিশ। দিন কিংবা রাত, যে কোনো মুহূর্তে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে...