Alexa
independent day 2019

ধর্ষণের অভিযোগ: রোনালদোর ডিএনএ রিপোর্ট চায় পুলিশ

ধর্ষণের অভিযোগ: রোনালদোর ডিএনএ রিপোর্ট চায় পুলিশ

ক্রিশ্চিয়ানো রোনালদো

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম

ধর্ষণের অভিযোগে ভালোভাবেই ফেসে গেছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের পুলিশ রোনালদোর ডিএনএ রিপোর্ট চেয়ে ওয়ারেন্ট জারি করেছে।

৩৩-বছর বয়সী পর্তুগিজ ফুটবল তারকার আইনজীবী পিটার.এস. ক্রিস্টিয়ানসেন বলেন,  এটা একটা ‘বিনীত অনুরোধ’।

ক্রিস্টিয়ানসেন এক বিবৃতিতে বলেন,‘ লাস ভেগাসে ২০০৯ সালে যে ঘটনা ছিল সেটা হয়েছিল সম্মতির মাধ্যমে, রোনালদো সবসময় যেটা বলেছে। আজো তাই বলছে।  তাই সেখানে ডিএনএ উপস্থিতি কোনো আশ্চর্যজনক বিষয় নয়, তাই পুলিশ তাদের তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে একটি বিনীত অনুরোধ করেছে মাত্র।’

দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ওয়ারেন্টটি ইতালির আদালতে ইতোমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছে, ‘অন্য কোনো যৌন নির্যাতনের মতো এই ক্ষেত্রেও ডিএনএ প্রমাণ সংগ্রহের জন্য একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে"।

তারা আরো বলেন, ‘আমরা শুধু একুটু নিশ্চিত করতে পারি যে ইতালিয়ান কর্তৃপক্ষের কাছে অফিসিয়াল অনুরোধ পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, ২০০৯ সালে লাস ভেগাসে একটি হোটেলে ক্যাথরিন মায়োরগাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করছেন সিআরসেভেন। 

এদিকে শনিবার রাতে কোপা ইতালিয়ার ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস-বোলোনিয়া। শুক্রবার তুরিনে জুভেন্টাসের অনুশীলনে নিজের মতো করেই অনুশীলন করেছেন রোনালদো। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর ডিএনএ টেস্ট নিয়ে প্রশ্নের মুখে পড়েন দলের কোচ মার্সিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি বলেন, ‘এটা ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু ফুটবল নিয়ে কথা বলবো। রোনালদো অনুশীলনে করেছে এবং মৌসুমের বাকি সবগুলো ম্যাচই তিনি খেলতে চান।’

খেলা এর আরও খবর