Alexa
independent day 2019

জাবিতে মমতাজের একক সংগীতানুষ্ঠান

জাবিতে মমতাজের একক সংগীতানুষ্ঠান

জাবিতে মমতাজের একক সংগীতানুষ্ঠান / ছবি: বার্তা২৪

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারা দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো লোকসংগীত সম্রাজ্ঞী মমতাজের একক সংগীতানুষ্ঠান।

শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই সংগীতানুষ্ঠান শুরু হয়।

কন্ঠশিল্পী মমতাজ তার বিখ্যাত গান- বান্ধিলাম পিরিতের ঘর, ভালবাসা খুঁটির পর, বন্ধু তুই লোকাল বাস, না জানি কোন অপরাধে, দিলা এমন জীবন ইত্যাদি গান পরিবেশন করেন। এছাড়া দর্শকদের অনুরোধেও তিনি একাধিক গান গেয়ে শুনান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/12/1547306327353.JPG

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক সহ হাজারো দর্শকশ্রোতা।

ক্যাম্পাস এর আরও খবর