Alexa
independent day 2019

জবি আবৃত্তি সংসদের তৃতীয় উৎসব ৪ এপ্রিল

জবি আবৃত্তি সংসদের তৃতীয় উৎসব ৪ এপ্রিল

জবি উপাচার্যের সঙ্গে আবৃত্তি সংসদের নেতৃবৃন্দ, ছবি: সংগৃহীত

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের তৃতীয় ‘আবৃত্তি উৎসব’ আগামী ৪ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী ওই উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য ড. মীজানুর রহমান।

এ বিষয়ে জবি আবৃত্তি সংসদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মো. আশিক সাফাত, কার্যনির্বাহী ও প্রাথমিক সদস্যবৃন্দ উপাচার্যের সাথে সম্প্রতি বৈঠক করেছেন। উৎসব সফল করতে মীজানুর রহমান সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আয়োজকরা জানান, এবারের উৎসবে প্রথম বারের মত ‘জবি আবৃত্তি সংসদ পদক’ প্রদান করা হবে। জবি আবৃত্তি সংসদ ছাড়াও বিভিন্ন আবৃত্তি সংগঠন ও দেশবরেণ্য শিল্পীরা এতে আবৃত্তি পরিবেশন করবেন।

ক্যাম্পাস এর আরও খবর