Alexa

বাকৃবির ভর্তি পরীক্ষা শনিবার

বাকৃবির ভর্তি পরীক্ষা শনিবার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ১২৩০টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সেল।

এদিকে ভর্তি পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ১৬টি কেন্দ্রের ২৩৯টি কক্ষে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছিলেন। এ বছর এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে সর্বনিম্ন ৯.৪২ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পাস এর আরও খবর