Alexa

মিরপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ঝুট ব্যবসায়ী আহত

মিরপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ঝুট ব্যবসায়ী আহত

ছবি: প্রতীকী

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

রাজধানীর মিরপুরে ১৩ নম্বরের উদয়ন স্কুলের পাশে ঝুটপট্টি এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে মোহন (৩৫) নামের এক ঝুট ব্যবসায়ী আহত হয়েছেন।

শুক্রবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ডিউটি অফিসার শহিদুল হক বার্তা২৪.কমকে বলেন, একটু আগে এমন একটি ঘটনার কথা শুনেছি। আমাদের টহল টিম ঘটনার স্থলে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক মানুষ জমায়েত হয়েছে বলে শুনেছি। তবে আমার কাছে যতটুকু তথ্য আছে ভিকটিম এখনও জীবিত আছেন।

জাতীয় এর আরও খবর