Alexa

মায়েদের নিয়ে করণের নৈশভোজ

মায়েদের নিয়ে করণের নৈশভোজ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহর। শুক্রবার (৯ নভেম্বর) নিজ বাড়িতে কয়েকজন তারকা বন্ধুর জন্য এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন তিনি।

এই নৈশভোজের আয়োজনকে বিশেষ বলা হচ্ছে কারণ এখানে শুধু করণের তারকা বন্ধুরা না, তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের মায়েরাও।

যেখানে দেখা যাচ্ছে, মা সাভিতা ছিব্বেরকে নিয়ে গৌরি খান, মা জয়া বচ্চনের সঙ্গে শ্বেতা বচ্চন নন্দা, মা হানি ইরানিকে নিয়ে উপস্থিত হয়েছিলেন জোয়া আখতার। ছিলেন বলিউডের জনপ্রিয় নৃত্যপরিচালক ফারাহ খান ও তার মা।

করণ জোহর তার ইনস্টাগ্রামে সকল মায়েদের নিয়ে তোলা একটি ছবি শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন- ‘মাম্মি ডিনার। সেরা মুহূর্ত।’

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত করণ জোহর। সেই সঙ্গে তার হাতে রয়েছে ‘কলঙ্ক’ ও ‘তখত’ ছবি দুটির কাজও।

বিনোদন এর আরও খবর