Alexa

আজকের রাশিফল-তারিখ- ১১/১১/২০১৮

আজকের রাশিফল-তারিখ- ১১/১১/২০১৮

ছবি: বার্তা২৪

জ্যোতি

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 

বিপদ থেকে উদ্ধার। ভাইবোনের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা। ব্যবসায় লাভ বৃদ্ধি। কর্মচারী সাথে বিবাদ। প্রেমযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

মন উৎফুল্ল। সু-খবর আসতে পারে। শত্রুকে দুর্বল ভাবা এখনই ঠিক হবে না। প্রেম নিয়ে পরিবারের সাথে মতের অমিল। 

মিথুন: (২২মে – ২১ জুন)

মত বিরোধ আপনাকে সমস্যায় ফেলবে। ব্যবসায় সু-সময়। প্রেমের সম্পর্কে বিবাদ। শিল্পীদের কাজের সুযোগ। যাত্রাযোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

আর্থিক ক্ষতি। বাসায় অশান্তি। কাজে গণ্ডগোল। গবেষণার কাজে চাপ বাড়বে। নতুন প্রেম।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট) 

পায়ে আঘাত। প্রেমে বদনাম। অপরের ভাল করলেও মন পাবেন না। সহকর্মীর ব্যবহারে অপমানিত বোধ। ব্যবসায়ে ক্ষতি।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 

প্রেমে বাধা। পরিবারে বিবাদ। বাড়িত খরচ। সন্তানের জন্য আনন্দ। যাত্রায় মঙ্গল।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

ব্যবসায় শুভ খবর। চাকুরীর স্থানে সুযোগ। ভাল কাজের জন্য সম্মান। খরচ বৃদ্ধি, আর্থিক চাপ সৃষ্টি করবে। প্রেমে সফলতা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

মনে আঘাত। কর্মক্ষেত্রে সাফল্য। বিলাসিতার জন্য খরচ। প্রেমে সমস্যা মিটতে পারে। কোমরে ব্যথা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

সম্মান নষ্ট। প্রেম বা দাম্পত্যে বিবাদ বৃদ্ধি। ব্যবসায় লাভ। পেটের সমস্যা। যাত্রাযোগ ভোগান্তি।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 

কাজের চাপ। সহকর্মীদের সঙ্গে বিবাদ। প্রেম নিয়ে চিন্তা। সম্পত্তি নিয়ে সমস্যা। যাত্রাযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 

বদনাম নিতে হবে। খরচ বাড়তে পারে। ব্যবসায় চাপ বাড়বে। প্রেমযোগ মিশ্র। মধুমেহ রোগে সমস্যা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

আর্থিক বিষয়ে চিন্তা। কর্মে অতিরিক্ত চাপ বৃদ্ধি। সমস্যার সমাধান। প্রেমে সফলতা। আইনি জটিলতা।

রাশিফল এর আরও খবর