Alexa

ধর্ষণ আইন সংশোধনের জন্য ব্লাস্টের জাতীয় সম্মেলন

ধর্ষণ আইন সংশোধনের জন্য ব্লাস্টের জাতীয় সম্মেলন

বাংলাদেশ লিগাল এইড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) সম্মেলন, ছবি: বার্তা২৪

বর্তমান ধর্ষণ আইন সংশোধন এবং পরিবর্তনের দাবি জানিয়ে বাংলাদেশ লিগাল এইড সার্ভিস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজন করছে জাতীয় ধর্ষণ আইন সংশোধন সম্মেলন ২০১৮।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি এএফএম আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস মো: নিজামুল হক, আপিল বিভাগের সাবেক বিচারপতি, প্রফেসর সাহনাজ হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়, অবসর প্রাপ্ত জেলা জজ লুৎফা বেগম, এডভোকেট ফাতেমা সুলতানা শুভ্রা, সাবেক জেলা জজ নুরুন নাহার ওসমানী সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মকর্তা বৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন বর্তমানে যে ধর্ষণ আইন আছে তা যথেষ্ট নয়। দেখা যায় আইনের মারপ্যাঁচে পড়ে ভিকটিমরা প্রায় সময় পিছিয়ে যায়। এতে ভিকটিমরা অনেক সময় আদালতে যেতে অনীহা দেখান। ফলে অনেক সময় তাদের সমঝতায় যেতে হয়, না হলে ভিকটিমরা কখনো বিচার পান না। তাই বক্তারা ধর্ষণ আইনের সংশোধনের তীব্র দাবি জানান।

তিনটি ভাগে ভাগ হয়ে সকাল ১০ টা থেকে শুরু হয়ে সম্মেলন চলে বিকাল ৪ টা পর্যন্ত।

আপনার মতামত লিখুন :