Alexa

চাঁদপুরে পাঁচটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

চাঁদপুরে পাঁচটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপির সকল প্রার্থী, ছবি: সংগৃহীত

একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত এই প্রার্থী তালিকায় চাঁদপুর-৩ আসনটি স্থগিত রেখে বাকী চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে শনিবার (৮ ডিসেম্বর) চাঁদপুরের সবকটি আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে দলটি।

চাঁদপুরের ৫টি আসনে বিএনপির প্রার্থীরা হলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে মোশারফ হোসেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ড. জালালউদ্দিন, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে শেখ ফরিদ আহম্মেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এমএ হান্নান ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তবে দলটির প্রার্থী চূড়ান্ত হলেও চাঁদপুর-১ (কচুয়া) আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেওয়ায় ক্ষেপে উঠেছে তার সমর্থকরা। সাবেক এ প্রতিমন্ত্রীকে ধানের শীষে মনোননয়ন দেওয়ার জন্য দলের সিনিয়র নেতাকর্মীদের ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তার সমর্থকরা।

আপনার মতামত লিখুন :