Alexa

নাহি অ্যালুমিনিয়ামের ‘ফলস সেলিং’র বাণিজ্যিক উৎপাদন শুরু মঙ্গলবার

নাহি অ্যালুমিনিয়ামের ‘ফলস সেলিং’র বাণিজ্যিক উৎপাদন শুরু মঙ্গলবার

ছবি: সংগৃহীত

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়ামের কম্পোজিট প্যানেল ‘অ্যালুমিনিয়াম ফলস সেলিং’র বাণিজ্যিক উৎপাদন শুরু হবে মঙ্গলবার (১৫ জানুয়ারি)। এজন্য কোম্পানিটি কারখানায় নতুন মেশিন স্থাপনের কাজ সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অ্যালুমিনিয়াম ফলস সেলিং উৎপাদনের মাধ্যমে কোম্পানিটির বছরে প্রায় ৮৩ লাখ সিসি উৎপাদন ক্ষমতা বাড়বে। যার বাজার মূল্য হবে ৫০ কোটি টাকা। এই নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে কোম্পানিটির বিদ্যমান রাজস্ব বাড়বে ৩০-৪০ শতাংশ।

প্রসঙ্গত, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ২০১৭ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে। ওই টাকা দিয়ে কোম্পানিটি মেয়াদী ঋণ পরিশোধ, নতুন ভবন নির্মাণ, নতুন প্রকল্প চালু ফলস সেলিং উৎপাদনের জন্য নতুন মেশিনারিজ কেনার কথা।

প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০১৮) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৬ পয়সা। গত সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৭২ পয়সা।

আপনার মতামত লিখুন :