Alexa

একসঙ্গে ১২টি চ্যানেলে ‘ছন্দ ছাড়া গান’

একসঙ্গে ১২টি চ্যানেলে ‘ছন্দ ছাড়া গান’

নাটকটির সাথে জড়িতরা, ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস এখন উৎসবমুখর দিবস হিসেবে পালিত হয়। আর এ দিবসকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো যেন হয়ে ওঠে উৎসব ও অনুষ্ঠানে পরিপূর্ণ। এই দিনটিতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয় ভালোবাসাকে কেন্দ্র করে নির্মিত অসংখ্য নাটক।

এরই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টা ৩০ মিনিটে একযোগে ১২ টি টিভি চ্যানেলে প্রচার করা হচ্ছে গোলাম কিবরিয়া তানভীর ও সাবিলা নূর অভিনীত ‘ছন্দ ছাড়া গান’ নাটকটি।

ক্লোজআপ ওয়ান প্রতিবছর ক্লোজআপ কাছে আসার গল্প নিয়ে নাটক নির্মাণ করলেও এ বছর একটু আলাদা নাটক নির্মাণ করেছে। ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্পের শিরোনামে নির্মিত হয়েছে ‘ছন্দ ছাড়া গান’ নাটকটি। সামিউর রশিদের পাঠানো গল্পে এটি নির্মাণ করেছেন সাকিব ফাহাদ।

নাটকটি প্রসঙ্গে তানভীর বলেন, 'একটি দুর্ঘটনায় মধ্যে সাবিলার সঙ্গে আমার দেখা হয়। আমি, প্রীতম ও সাবিলা নূর তিনজনই গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। বিশেষ করে এ নাটকে আমার চরিত্রটি গল্পের মেরুদণ্ড বহন করে। আমার দৃঢ় বিশ্বাস, নাটকটিও দেখে দর্শকদের ভালো লাগবে।'

নির্মাতা সাকিব ফাহাদ জানান, 'ছন্দ ছাড়া গান' দিয়ে তিনি এই প্রথম নাটক বানালেন। সে জন্য তার যত্নের কমতি ছিল না।

আপনার মতামত লিখুন :