Alexa

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

ছবি: বার্তা২৪

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ‘বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন’। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান সংগঠনটির নবগঠিত কমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি ও র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং সাধারণ সম্পাদক ও সিটিসি ইউনিটের উপ-কমিশনার (ডিসি) প্রলয় কুমার জোয়ারদার।

এছাড়াও, ‘বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন’ কমিটির অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর