Alexa

পরিচালক ছাড়াই পর্দায় উঠছে ‘সুপার থার্টি’

পরিচালক ছাড়াই পর্দায় উঠছে ‘সুপার থার্টি’

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম

পরিচালক ছাড়া ছবি ভাবা যায়? ভাবা না গেলেও এমনটাই হতে যাচ্ছে। এ বছরের জুলাই মাসে এমন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে যে ছবিতে পরিচালকের নামই থাকছে না। বলিউডের এ ছবিটির নাম ‘সুপার থার্টি’।

একটি ছবির পরিচালককে বলা হয় অভিভাবক। অভিভাবক ছাড়া যেমন পথ চলা যায় না তেমনি পরিচালক ছাড়াও ছবি হয় না। এবার দেখা যাবে তার বিপরীত। পরিচালক বিকাশ বহেলের নাম ছাড়াই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘সুপার থার্টি’ সিনেমাটি।

হ্যাশট্যাগ মিটু’তে প্রশ্নবিদ্ধ পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে অভিযোগ আসার পর থেকেই ‘সুপার থার্টি’ ছবি থেকে তাকে বাদ দেওয়া হয়। পরে ছবিটি অভিভাবকহীন হয়ে পড়ে। আর এ অভিভাবকহীন ছবিতে অভিনয় করেছেন হৃত্বিক রোশন। সম্পাদনাসহ এখনো অনেক কাজই বাকি রয়ে গেছে।

ছবিটিতে হৃত্বিককে দেখা যাবে বিহারের অংক শিক্ষক হিসেবে। ‍যিনি বিহারের পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়াদের পড়াশোনা শেখান, যাতে তারা আইআইটির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।

বিনোদন এর আরও খবর