Alexa

বঙ্গবন্ধুর জন্মদিনে ধানমণ্ডিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বঙ্গবন্ধুর জন্মদিনে ধানমণ্ডিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিআরআই এর আয়োজনে ধানমণ্ডিতে চলছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পাপেট শো/ ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পাপেট শোসহ নানা ধরণের কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

রোববার (১৭ মার্চ) ধানমণ্ডি ৩২ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শিশুদের নিয়ে এই কর্মসূচি চলছে।

শিশুদের জন্য কমিক কম্পিটিশন, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও পাপেট শো অনুষ্ঠিত হচ্ছে।

এর পাশাপাশি 'হাসিনা: অ্যা ডটারস টেল' সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘরে। সিনেমাটি দুপুর ২টা ও বিকাল ৪টায় প্রদর্শিত হবে বলেও জানা গেছে।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিশু অংশ নিয়েছে বলে জানিয়েছেন সিআরআই এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে।’

আপনার মতামত লিখুন :