Alexa

শাহ আমানতে ফায়ার ড্রিল সিস্টেমের মহড়ার প্রস্তুতি

শাহ আমানতে ফায়ার ড্রিল সিস্টেমের মহড়ার প্রস্তুতি

শাহ আমানতে ফায়ার ড্রিল সিস্টেমের মহড়ার প্রস্তুতি। ছবি: বার্তা২৪.কম

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফায়ার ড্রিল সিস্টেমের মহড়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার সরওয়ার-ই-জামান।

বার্তা২৪.কমকে তিনি জানান, আগামী ৩০ এপ্রিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফায়ার ড্রিল সিস্টেমের মহড়ার সম্ভাব্য দিন ধার্য রয়েছে। এ অনুষ্ঠানকে সফল করার জন্য ডেমু বিমান বানানো হচ্ছে। ওই ডেমু বিমানে অগ্নি-সংযোগ করে তা নেভানোর মহড়ায় অংশ নেবে সংশ্লিষ্টরা। এতে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌ বাহিনী, কাস্টমসের সদস্যরা অংশগ্রহণ করবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর বর্তমানে দেশ ও বিদেশে বেশ আলোচিত ও সমালোচিত। ফ্লাইটের চাকা ওপেন হওয়া ছাড়া ল্যান্ডিং করে আন্তর্জাতিক ভাবে প্রশংসিত। আবার পলাশ-সিমলার ঘটনা নিয়ে বেশ সমালোচিতও হয়েছে বিমানবন্দরটি।

প্রতি দুই বছর পর এ অনুষ্ঠানের আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি অর্জন করবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

জাতীয় এর আরও খবর