Barta24

মঙ্গলবার, ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

English Version

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৬
ছবি: বার্তা২৪
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বার্তা২৪.কম


  • Font increase
  • Font Decrease

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৬জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হচ্ছে, গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের মহেনদি প্রামাণিকের ছেলে মোহাম্মাদ আলী (৫৫) এবং একই এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৫)।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে গরু বোঝাই ভটভটির সাথে মহিষের গাড়ির সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৮জন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেলা আড়াইটার দিকে মোহাম্মাদ আলী এবং সেলিম হোসেন নামে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। বাকিদের নাটোর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই গরু ব্যবসায়ী গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের বাসিন্দা।

আপনার মতামত লিখুন :

মানিকগঞ্জে ইজিবাইকের চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জে ইজিবাইকের চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ
মারধরের ঘটনায় ইজিবাইজ চালকদের বিক্ষোভ, ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ইজিবাইক চালককে মারধর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ইজিবাইক চালকেরা। 

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিজয় মেলার মাঠে গিয়ে জড়ো হয়ে ধর্মঘট পালন করেন ইজিবাইক চালকেরা।

এসময় ইজিবাইক চালকেরা বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আরিফ নামের এক ইজিবাইক চালক চাঁদা না দেওয়ায় তাকে মারধর করেন চাঁদাবাজরা। পরে দুপুরে সকল ব্যাটারি চালিত ইজিবাইক চালকেরা একত্রিত হয়ে শহরের সকল ইজিবাইক নিয়ে বিজয় মেলার মাঠে জড়ো হন। চালককে মারধরের প্রতিবাদে ও চাঁদা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় তারা বলেন, মানিকগঞ্জ শহরের ৫টি জায়গায় প্রতিদিন নামে বেনামে ২০ টাকা করে শতাধিক টাকা চাঁদা দিতে হয় তাদের। চাঁদা না দিলেই গাড়ি বন্ধ করে রাখে এবং চালককে মারধর করে। এ বিষয় থেকে মুক্তি চায় তারা।

এ বিষয়ে মানিকগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম বার্তা২৪.কম’কে জানান, ইজিবাইক চালকদের যাতে কোনো প্রকার চাঁদা দিতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

ধৈঞ্চা চাষে লাভ বেশি

ধৈঞ্চা চাষে লাভ বেশি
ধৈঞ্চা গাছ। ছবি: বার্তা২৪.কম

ধৈঞ্চা চাষ করে সফল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। কম খরচে অধিক ফলনের কারণে দিন দিন ধৈঞ্চা চাষ বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, মাত্র ১ বিঘা জমিতে চাষের জন্য ৩ কেজি ধৈঞ্চার বীজ প্রয়োজন হয়। প্রতি কেজি বীজের দাম ৪০ টাকা। ধৈঞ্চা চাষে বীজ ছাড়া আর তেমন কোনো খরচ হয় না। মাত্র ৫-৬ মাসের মধ্যে ধৈঞ্চা গাছের খড়ি সংগ্রহ করা যায়। আর ১ বিঘা জমির খড়ি ১৫-১৬ হাজার টাকায় বিক্রি হয়। এছাড়া কোনো জমি উর্বর না থাকলে গাছগুলো কেটে ওই জমিতে ফেলে পচিয়ে ভালো সার পাওয়া যায়। যা জমির উর্বরতা বাড়ায়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালাল উদ্দীন জানান, তিনি প্রতিবছর আড়াই থেকে ৩ বিঘা জমিতে ধৈঞ্চা চাষ করেন। ধৈঞ্চার খড়ি দিয়ে সারা বছরের জ্বালানির চাহিদা মেটান। এছাড়া ধৈঞ্চার বীজ বিক্রি করেন। এতে তার ভালোই লাভ হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/25/1561469439057.jpg

একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের নুরুল ইসলাম মারুফ জানান, তিনি এবার ৩ বিঘা জমিতে ধৈঞ্চা চাষ করেছেন। ধৈঞ্চা চাষে খরচ কম, লাভ বেশি।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকতা এসএম আমিনুজ্জামান জানান, ১ বিঘা জমিতে ধৈঞ্চা চাষ করে ৫ থেকে ৬ মণ বীজ পাওয়া যায়। আর প্রায় এক হাজার টাকা মণ দরে সেই বীজ বিক্রি হয়। ফলে ধৈঞ্চা চাষ করে সবুজ সার, খড় ও বীজ পাওয়া যায়। এতে চাষি লাভবান হয়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুরুল হোদা জানান, ধৈঞ্চা চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের মাঠ কর্মীরা কাজ করছেন। চলতি বছরে জেলায় প্রায় আড়াইশ হেক্টর জমিতে ধৈঞ্চা চাষ হয়েছে। যা আগামীতে আরও বাড়বে।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র