Alexa

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত, আহত ৬

ছবি: বার্তা২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৬জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হচ্ছে, গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের মহেনদি প্রামাণিকের ছেলে মোহাম্মাদ আলী (৫৫) এবং একই এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৫)।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, সকাল ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া বাজারে গরু বোঝাই ভটভটির সাথে মহিষের গাড়ির সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৮জন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেলা আড়াইটার দিকে মোহাম্মাদ আলী এবং সেলিম হোসেন নামে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। বাকিদের নাটোর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই গরু ব্যবসায়ী গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের বাসিন্দা।

জেলা এর আরও খবর