Alexa

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার

ছবি: সংগৃহীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় যৌন হয়রানির অভিযোগে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক একেএম সাফায়েত আলম বহিষ্কারাদেশ দেন। এছাড়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।

বানিয়াচং উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম জানান, ‘যৌন হয়রানির শিকার মেয়েটির চাচার মৌখিক অভিযোগ পেয়ে স্কুলে যাই। তখন স্কুল কমিটির সভাপতি কাজল চ্যার্টাজি, প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খান ও ছাত্রীর মা-বাবার সামনে ওই ছাত্রীকে জিজ্ঞাসা করা হলে সে ঘটনার বর্ণনা দেয়। পরে ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় তাকে বহিষ্কার করা হয়।’

জেলা এর আরও খবর