Alexa

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে চালক নিহত

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে চালক নিহত

প্রতীকী ছবি

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিনচালিত ভ্যান উল্টে চালক জিয়ারুল হোসেন (৩০) নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার জাহাজঘাটা গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়া সাতক্ষীরা সদর থানার তুজলপুর গ্রামের ওহাব সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই রাজু হোসেন জানান, তুজলপুর থেকে কাঠ বোঝাই ইঞ্জিনচালিত একটি ভ্যান নিয়ে শ্যামনগর আসার সময় পথিমধ্যে অসাবধানতাবশত উল্টে যায়। এতে চাপা পড়েন জিয়ারুল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিতে বলেন। কিন্তু পথিমধ্যেই মারা যান জিয়া।

জেলা এর আরও খবর