Barta24

মঙ্গলবার, ২৫ জুন ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

English Version

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে চালক নিহত

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে চালক নিহত
প্রতীকী ছবি
ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
বার্তা২৪.কম


  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিনচালিত ভ্যান উল্টে চালক জিয়ারুল হোসেন (৩০) নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার জাহাজঘাটা গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়া সাতক্ষীরা সদর থানার তুজলপুর গ্রামের ওহাব সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই রাজু হোসেন জানান, তুজলপুর থেকে কাঠ বোঝাই ইঞ্জিনচালিত একটি ভ্যান নিয়ে শ্যামনগর আসার সময় পথিমধ্যে অসাবধানতাবশত উল্টে যায়। এতে চাপা পড়েন জিয়ারুল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিতে বলেন। কিন্তু পথিমধ্যেই মারা যান জিয়া।

আপনার মতামত লিখুন :

ধৈঞ্চা চাষে লাভ বেশি

ধৈঞ্চা চাষে লাভ বেশি
ধৈঞ্চা গাছ। ছবি: বার্তা২৪.কম

ধৈঞ্চা চাষ করে সফল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের চাষিরা। কম খরচে অধিক ফলনের কারণে দিন দিন ধৈঞ্চা চাষ বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, মাত্র ১ বিঘা জমিতে চাষের জন্য ৩ কেজি ধৈঞ্চার বীজ প্রয়োজন হয়। প্রতি কেজি বীজের দাম ৪০ টাকা। ধৈঞ্চা চাষে বীজ ছাড়া আর তেমন কোনো খরচ হয় না। মাত্র ৫-৬ মাসের মধ্যে ধৈঞ্চা গাছের খড়ি সংগ্রহ করা যায়। আর ১ বিঘা জমির খড়ি ১৫-১৬ হাজার টাকায় বিক্রি হয়। এছাড়া কোনো জমি উর্বর না থাকলে গাছগুলো কেটে ওই জমিতে ফেলে পচিয়ে ভালো সার পাওয়া যায়। যা জমির উর্বরতা বাড়ায়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালাল উদ্দীন জানান, তিনি প্রতিবছর আড়াই থেকে ৩ বিঘা জমিতে ধৈঞ্চা চাষ করেন। ধৈঞ্চার খড়ি দিয়ে সারা বছরের জ্বালানির চাহিদা মেটান। এছাড়া ধৈঞ্চার বীজ বিক্রি করেন। এতে তার ভালোই লাভ হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/25/1561469439057.jpg

একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের নুরুল ইসলাম মারুফ জানান, তিনি এবার ৩ বিঘা জমিতে ধৈঞ্চা চাষ করেছেন। ধৈঞ্চা চাষে খরচ কম, লাভ বেশি।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকতা এসএম আমিনুজ্জামান জানান, ১ বিঘা জমিতে ধৈঞ্চা চাষ করে ৫ থেকে ৬ মণ বীজ পাওয়া যায়। আর প্রায় এক হাজার টাকা মণ দরে সেই বীজ বিক্রি হয়। ফলে ধৈঞ্চা চাষ করে সবুজ সার, খড় ও বীজ পাওয়া যায়। এতে চাষি লাভবান হয়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুরুল হোদা জানান, ধৈঞ্চা চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগের মাঠ কর্মীরা কাজ করছেন। চলতি বছরে জেলায় প্রায় আড়াইশ হেক্টর জমিতে ধৈঞ্চা চাষ হয়েছে। যা আগামীতে আরও বাড়বে।

মানিকগঞ্জে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন
ঘিওরে কৃষি জমি রক্ষার দাবিতে এলাবাসীর মানববন্ধন/ ছবি: বার্তা২৪.কম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী মনসুর, আব্দুর রউফ ও কায়কোবাদ সহ ক্ষতিগ্রস্ত কৃষকরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে ঘিওর উপজেলার গাংডুবী এলাকার ফসলি কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে একটি মহল। এতে করে এলাকার কৃষি জমি নষ্ট হচ্ছে এবং ড্রাম ট্রাকে করে মাটি আনা নেওয়ার ফলে গ্রামীণ রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ এসব বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

ভুক্তভোগী কৃষকরা জানান, স্থানীয় আরজু খান ও সাদ্দাম এই এলাকায় ভেকু দিয়ে মাটি কেটে বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন। তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কৃষকরা ব্যক্তিগতভাবে প্রতিবাদ করতে ভয় পান।  

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র