Alexa

বানিয়াচংয়ে টেঁটাযুদ্ধ, নারীসহ আহত ২৫

বানিয়াচংয়ে টেঁটাযুদ্ধ, নারীসহ আহত ২৫

দু’পক্ষের টেঁটাযুদ্ধে আহত ব্যক্তি / ছবি: বার্তা২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, হবিগঞ্জ, বার্তা২৪.কম

হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটাযুদ্ধে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার হিয়ালা গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওই গ্রামের রফিক মিয়ার (৭০) সঙ্গে একই গ্রামের বছির মিয়ার (৩৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুত্বর আহতরা হলেন- রফিক মিয়া (৭০), বছির মিয়া (৩৫), মামুন (২৬), কুতুব আলী (৪০), জহির ইসলাম (১৬), সুজন মিয়া (২৫), জয়নাল মিয়া (১২), মিলন বেগম (৫০), নুরুল আমিন (৩৫), রুহেল আমিন (১৭)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা এর আরও খবর