Alexa

মুজিবনগর দিবস উপলক্ষে বেরোবি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

মুজিবনগর দিবস উপলক্ষে বেরোবি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

ছবি: বার্তা২৪

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।

প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’, বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল (অব.) আবু হেনা মুস্তাফা কামাল, গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল কবির সুমন, শহীদ মুখতার ইলাহী হল প্রভোস্ট (চলতি দায়িত্ব) মো. ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান প্রমুখ।

ক্যাম্পাস এর আরও খবর