Alexa

বিশ্বকাপে ধারা বর্ণনা প্রচার করবে ঢাকা এফএম

বিশ্বকাপে ধারা বর্ণনা প্রচার করবে ঢাকা এফএম

ছবি: সংগৃহীত

এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সরাসরি ধারা বর্ণনা প্রচার করবে ঢাকা এফএম ৯০.৪। দেশের সব জায়গা থেকে এ ধারা বর্ণনা শুনতে পারবে ক্রিকেটপ্রেমীরা।

এই বিশ্বকাপে বাংলাদেশ নিজেরদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। খেলাটি লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে বাংলাদেশ নয়টি ম্যাচ খেলবে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, রংপুর এবং কক্সবাজারের ঢাকা এফএমের স্টেশন থেকে প্রচার করা হবে সব খেলার ধারা বর্ণনা।

নাবিল কায়সার, মাহফুজুল আলম, রুবায়েত ইফতেখার মাহবুব, কুমার কল্যাণ সহ অন্যান্যরা ধারা বর্ণনা করবেন।

১০ দলের অংশগ্রহণে ৩০ মে থেকে ইংল্যান্ডে হতে যাচ্ছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। ইতোমধ্যেই দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো।

আপনার মতামত লিখুন :