Alexa

ঝড়ে দেয়াল ধসে বাড্ডায় নিহত ২

ঝড়ে দেয়াল ধসে বাড্ডায় নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় ঝড়ের কবলে দেয়াল ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- পাপন (২৭) ও বুলবুল বিশ্বাস (২৮)। তবে আহতের নাম এখনো জানা যায়নি।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টায় বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফা বার্তা২৪. কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঝড়ে দেয়াল ধসে চাপা পড়ে দুইজনের নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

এদিকে ঝড়ের বাতাসে রাজধানীর গুলিস্থানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে একটি অস্থায়ী প্যান্ডেল ভেঙে শফিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ততপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

রাত ৮টায় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মিশু বিশ্বাস।   

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীতে হঠাৎ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। একই সঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: ঝড়ে বায়তুল মোকাররমে প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ২০

আরও পড়ুন: রাজধানীতে হঠাৎ ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়

আপনার মতামত লিখুন :