Alexa

সিলেট জেলা প্রশাসনের ইফতারে দাওয়াত পাননি মেয়র

সিলেট জেলা প্রশাসনের ইফতারে দাওয়াত পাননি মেয়র

সিলেট জেলা প্রশাসনের ইফতার মাহফিল, ছবি: বার্তা২৪

সিলেট জেলা প্রশাসনের ইফতার মাহফিলে আমন্ত্রণ পাননি সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। শুক্রবার (১৭ মে) সিলেট সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রীসহ বিশিষ্ট জনেরা উপস্থিত থাকলেও ছিলেন না মেয়র আরিফ।

ইফতার মাহফিলে মেয়রের দাওয়াত না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের গণসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব। তবে এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ দায়িত্ব নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

সিসিক মেয়র
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

 

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ বলেছেন, ইফতার মাহফিলে কাদের দাওয়াত দেওয়া হয়েছে, বিষয়টি জানা নেই। এনডিসি বা এডিএম বিষয়টি ভালো বলতে পারবেন।

সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাসির উল্লাহ খান বলেন, এটা আমাদের দায়িত্ব নয়। এটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাখার দায়িত্ব।

সিলেটের ইফতার

তবে এ বিষয়ে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সঙ্গে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

ওই ইফতার মাহফিলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সমাজকর্মীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :