Alexa

কঙ্গনার বোনের কাছে হৃতিকের বোনের ক্ষমাপ্রার্থনা!

কঙ্গনার বোনের কাছে হৃতিকের বোনের ক্ষমাপ্রার্থনা!

হৃতিক-সুনয়না (বাঁয়ে) ও কঙ্গনা-রঙ্গোলি, ছবি: সংগৃহীত

বলিউড তারকা হৃতিক রোশনের বোন সুনয়না রোশনের সময়টা ভালো যাচ্ছে না। শোনা যাচ্ছে, মানসিক সমস্যায় ভুগছেন তিনি। হতবাক করা ব্যাপার হলো, বাবা রাকেশ রোশন ও মায়ের কাছ থেকেই এ নিয়ে সহযোগিতা না পাওয়ার হতাশা ঝরেছে তার কণ্ঠে।

সুনয়নার সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রনৌতের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। অথচ হৃতিককে ঘিরে একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি। এ নিয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর বোন রঙ্গোলি চান্দেলের কাছে ফোন করে ক্ষমা চেয়েছেন সুনয়না। সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙ্গোলি এমনটাই দাবি করেছেন।

টুইটারে কঙ্গনার বোন লিখেছেন, ‘কঙ্গনার সঙ্গে প্রেম করার পরও সব অস্বীকার করে হৃতিক রোশন সম্পর্কটা শুধু বন্ধুত্বের ফ্রেম বানিয়েছে। তখন কঙ্গনার পাশে দাঁড়াতে না পারায় তাকে আর আমাকে ফোন করে ও মেসেজ দিয়ে ক্ষমা চেয়েছে সুনয়না।’

এদিকে বোনকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখে কুলুপ এঁটেছেন হৃতিক। সম্প্রতি ওজন কমাতে বোনের ঘাম ঝরানোর প্রশংসা করেন তিনি। একইসঙ্গে ভাইবোনের একটি ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। এছাড়া স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদে বোনের সিদ্ধান্তকে সমর্থন দেন ৪৫ বছর বয়সী এই তারকা।

তবে কী কারণে সুনয়নার সঙ্গে রোশন পরিবারের দূরত্ব তৈরি হয়েছে তা এখনও রহস্য। তবে নিজের মতো থাকতে দেওয়ার জন্য গণমাধ্যমের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। পরিবারের ব্যাপারে স্পর্শকাতর কিছুই প্রকাশ করার ইচ্ছে নেই বলেও শোনা গেছে তার মুখে।

আপনার মতামত লিখুন :