Alexa

সুবিধাভোগীদের পক্ষে গেছে বাজেট: সিপিডি

সুবিধাভোগীদের পক্ষে গেছে বাজেট: সিপিডি

বক্তব্য রাখছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ছবি: সুমন শেখ

যারা অর্থনৈতিক অপশাসনের সুবিধাভোগী এবারের প্রস্তাবিত বাজেট তাদের পক্ষে গেছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

শুক্রবার (১৪ জুন) গুলশানের একটি হোটেল বাজেট নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে সংস্থাটি এ কথা জানায়।

সংস্থাটির ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এই বাজেট স্বচ্ছল উচ্চ আয়ের মানুষকে অনেক সুবিধা দিচ্ছে। আর গরিব মানুষের জন্য সাধারণভাবে এক ধরনের একটি ব্যবস্থা করছে। বাংলাদেশের যারা উন্নতমানের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে না, তাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে, মধ্যবিত্তদের চিকিৎসা ও শিক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি দেখতে হবে।’

Debpryo
বক্তব্য রাখছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ছবি: সুমন শেখ

 

তিনি বলেন, ‘বাংলাদেশের মধ্যবিত্তদের জন্য কী করতে পারব এটার ওপর নির্ভর করছে উচ্চমধ্যম আয়ের দেশের রূপান্তরিত হতে পারব কি না। বিকাশমান মধ্যবিত্তরাই চালিকাশক্তি। চিন্তা-চেতনা, উপার্জন, বুদ্ধিমত্তা এগুলোই চালিকা শক্তি। সেই চালিকাশক্তিকে সেভাবে প্রতিপালন না করলে সেটা বাস্তবসম্মত হবে না। এটা শুধু রাজনৈতিক দলের আদর্শিক নয়, ভোটের নীতিরও পরিপন্থী।’

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যেই সমাজে বৈষম্য বৃদ্ধি পায়, সেই সমাজ আজ হোক কাল হোক টেকে না। সেই সমাজের পতন ঘটে। যেভাবে বাংলাদেশে বৈষম্য বাড়ছে, এর ফলে ৯ থেকে ১০ শতাংশ প্রবৃদ্ধি টেকানো কঠিন হবে। বাংলাদেশের স্বাধীনতাই হয়েছে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে। ওই বৈষম্য দেশে বাড়তে থাকলে কীভাবে আগামী দিনে সেই জায়গায় পৌঁছাবেন?’

এ সময় সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট উম্মে শেফা রেজবানা, মোস্তফা আমির সাব্বিহ, সারাহ সাবিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :