Alexa

নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

কিশোরের খোঁজে নদীর তীরে স্বজন ও প্রতিবেশীরা, ছবি: বার্তা২৪.কম

নিখোঁজের ২৪ ঘণ্টা পর গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ থেকে নিলয় হোসেন (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুর ২টার দিকে ফুলছড়ির বালাসিঘাট এলাকা থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'নিলয়ের মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।'

আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামের রেজাউল করীমের ছেলে নিলয় হোসেন ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়। নিলয় তিন বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় সে নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে এবং ডুবুরি দলের সদস্যরা বৃহস্পতিবার রাত ৯ টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালান। এরপর তারাও ব্যর্থ হন।

আপনার মতামত লিখুন :