Alexa

সকালে নিখোঁজ, বিকালে বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ

সকালে নিখোঁজ, বিকালে বাড়ির পাশে মিলল শিশুর মরদেহ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নিখোঁজ হওয়া হৃদয় (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বিকালে সদর উপজেলার তিলিনগর গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এদিন সকালে সে নিখোঁজ হয়। সে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

শিশুটির চাচা মো. গোলাপ মিয়া জানান, সকালেই বাড়ি থেকে হৃদয় নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এই ঘটনার সাথে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :