Alexa

ভাগ্নের পর নিখোঁজ মামার লাশ উদ্ধার

ভাগ্নের পর নিখোঁজ মামার লাশ উদ্ধার

উদ্ধার হওয়া নিহত আহমেদ হাসান, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম নগরের বাদুরতলায় বেড়াতে গিয়ে রাঙামাটির কাপ্তাই লেকের পানিতে নিখোঁজ আহমেদ হাসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) সকালে নদী থেকে মরদেহ উদ্ধার করে বলে জানান রাঙ্গামাটি পুলিশের এসআই বাবুল ভুঁইয়া।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে বেড়াতে গিয়ে লেকের পানিতে গোসল করতে নামলে নিখোঁজ হন মামা-ভাগিনা দুইজন।

আরও পড়ুন: বেড়াতে গিয়ে প্রাণ গেলো ভাগ্নের, মামা নিখোঁজ

নিখোঁজের হওয়ার পর ভাগ্নে আনোয়ারুল আরেফিন অনুর (১৯) মরদেহ উদ্ধার করা হলেও, নিখোঁজ ছিল মামা আহমেদ হাসান (৩০)।

ভাগ্নে আনোয়ারুল আরেফিন অনু চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল থেকে এবার এসএসসি পাস করেছেন। তার মামা আহমেদ হাসান একজন উকিল। তিনি বাদুরতলা এলাকার এম কায়কোবাদের ছেলে এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এবিএম মহি উদ্দিন চৌধুরীর পিএস ওসমান হোসেনের ছোট ভাই।

এ বিষয়ে ওসমান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কম-কে তিনি বলেন, 'চট্টগ্রাম বেড়াতে গিয়ে শুক্রবার বিকেলে কর্ণফুলী লেক শীলছড়ির পানিতে নেমে তারা নিখোঁজ হন।'

আপনার মতামত লিখুন :