Alexa

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ০.২৫ শতাংশ

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ০.২৫ শতাংশ

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ০.২৫ শতাংশ। ছবি: সংগৃহীত

আসিফ শওকত কল্লোল, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর আরও কমিয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ পোশাক রপ্তানিকারকরা এখন থেকে ১০০ টাকা আয় করলে সরকারকে শূন্য দশমিক ২৫ টাকা আয়কর দিতে হবে। আগে এ পরিমাণ ছিল শূন্য দশমিক ৬০ টাকা। অর্থাৎ আগের চেয়ে উৎসে কর কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়ার সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই হার নির্ধারণ করা হয়।

তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠনের (বিজিএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ নাছির বার্তা২৪.কম’কে বলেন, ‘বর্তমানে পোশাক খাত নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে চলছে। ইউরোপ–আমেরিকায় সবকিছুর দাম বাড়লেও তৈরি পোশাকের দাম বাড়ছে না। এ অবস্থায় সরকার উৎসে কর কমালে এ খাতে চাপ কমবে।’

এর আগে গত নভেম্বরের শেষে রপ্তানিমুখী শতভাগ পোশাক শিল্পের পরিবহন ব্যয়, তথ্য প্রযুক্তি সেবা, সিকিউরিটি সার্ভিস, ল্যাবরেটরি টেস্টসহ বিভিন্ন সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়া হয়। এর ফলে পোশাক খাতের খরচ আরও কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অর্থনীতি এর আরও খবর