Alexa

ডিজিটাল সঞ্চয়ী হিসাব 'প্রাইম ডিজি'র উদ্বোধন

ডিজিটাল সঞ্চয়ী হিসাব 'প্রাইম ডিজি'র উদ্বোধন

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মত ডিজিটাল সঞ্চয়ী হিসাব 'প্রাইম ডিজি' প্রবর্তন করেছে প্রাইম ব্যাংক। এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই ব্যাংক হিসেব খুলতে পারেবন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ বলেন, ইন্টারনেট ব্যাংকিং, ক্যাশলেস ট্রানজিকশন যে বিষয়গুলো আছে সেগুলো বাস্তবায়নের মধ্যদিয়ে ডিজিটাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে প্রাইম ব্যাংক।

জানা গেছে, এই হিসাবটি গ্রাহককে স্বশরীরে শাখায় না এসে ঘরে বসেই খুলতে পারবেন এবং লেনদেনও করতে পারবেন। হিসাব খোলার জন্য প্রারম্ভিক জমা স্থিতির প্রয়োজন নেই।

এছাড়া ফ্রি ইন্টারনেট ব্যাংকিং, প্রাত্যহিক ব্যাংকিং অপারেশন বিনা খরচে সম্পন্ন করতে পারাসহ নানা সুযোগ সুবিধা পাওয়া যাবে।

'প্রাইম ডিজি' সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে: primebank.com.bd.

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন :