ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘গাইডলাইনস ফর ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস)’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট ডিভিশনের ক্রেডিট কর্মকর্তারা এই কোর্সে অংশগ্রহণ করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে তিনি, ক্রেডিট রিস্ক রেটিংয়ের নতুন গাইডলাইন প্রণয়নে বাংলাদেশ ব্যাংকের প্রশংসা করে বলেন, এই নীতিমালা অনুসরণ করে ব্যাংকগুলো কুঋণ কমিয়ে আনতে পারবে।

ব্যাংকের ক্রেডিট অফিসারদের নতুন আইসিআরআরএস গাইডলাইন ১ জুলাই ২০১৯ থেকে প্রয়োগের আহবান জানান তিনি।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মোঃ জাকির হোসাইন এবং মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উদ্বোধনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।