Alexa

সূচক বেড়ে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে

সূচক বেড়ে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে

সূচক বেড়ে উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে। ছবি: প্রতীকী

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচক বেড়ে লেনদেন চলছে। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ১২ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট। তবে এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিট থেকে সূচক আবারো বাড়তে থাকে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টার দিকে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৫১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে এক হাজার ৯৯৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে এক হাজার ৩১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে ১১৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- মুন্নু সিরামিকস, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, খুলনা পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু স্টাফলারস, ফরচুন সু, সোনারবাংলা ইন্স্যুরেন্স এবং মেঘনা পেট্রোলিয়াম।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৫১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১৫ হাজার ২৭২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, লিবরা ইনফিউশন, বিডি কম, মুন্নু সিরামিকস, এইচএফএল, এনএফএমএল, সিঙ্গার বিডি এবং ইউনাইটেড এয়ার।

আপনার মতামত লিখুন :

অর্থনীতি এর আরও খবর