এমারেল্ড অয়েলের পরিচালকদের ৫ লাখ টাকা জরিমানা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের সব পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০১৭ অর্থবছরের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থতার কারণে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি)  কমিশনের ৬৭৭তম নিয়মিত সভায় কোম্পানির সব পরিচালকদের জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছের হিসাব বিবরণী দাখিল না করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর রুলস ১২(৩এ) লঙ্ঘন করা হয়েছে।

 আইন ভঙ্গের দায়ে  কোম্পানির সকল পরিচালকদের ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তা, পরিচালক (স্বতন্ত্র পরিচালক ব্যতিত), প্রধান নির্বাহি কর্মকর্তা, প্রধান ফাইন্যান্সিয়াল কর্মকর্তা, কোম্পানি সচিব ও হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্সের সকল বিও হিসাব ফ্রিজ বা লেনদেন অযোগ্য করা হয়েছে।