Alexa

বারভিডা’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

বারভিডা’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

বারভিডার প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন ফটোসেশনে অংশ নেন, ছবি: সংগৃহীত

বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেলস ইম্পোর্টারস ও ডিলার অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাথে অংশীদারিত্বের চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২১ মার্চ) ব্র্যাক ব্যাংক লিমিটেডের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাক ব্যাংক অ্যাসোসিয়েশনের সিলভার জুবিলি (২৫ বছর পূর্তি) আয়োজনে সহায়তা করবে।

বারভিডা সড়ক নিরাপত্তা বিষয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিরাপদে গাড়ি চালান, জীবন বাঁচান’ শীর্ষক থিমের ওপর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।

অনুষ্ঠানে বারভিডার প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, সেলস বিভাগের (অটো লোন) প্রধান মাহাবুবুল ফারুক খান প্রমুখ।

আপনার মতামত লিখুন :