Alexa

মুনাফা বেড়েছে রুপালী ও যমুনা ব্যাংকের

মুনাফা বেড়েছে রুপালী ও যমুনা ব্যাংকের

ছবি: সংগৃহীত

২০১৮ সালের তুলনায় নতুন বছরের প্রথম(জুনয়ারি-মার্চ২০১৯) প্রান্তিকে রুপালী ও যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে। ব্যাংক দুটির মধ্যে রুপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা বেড়েছে ১৪ শতাংশ।

আর যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রুপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা হয়েছে ০.২৫ টাকা। আগের বছরের একই সময়ে সমন্বিত মুনাফা হয়েছিল ০.২২টাকা। এই হিসাবে মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ১৪ শতাংশ। কোম্পানিটির ২০১৯ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ দাঁড়িয়েছে ৪৬ টাকায়।

একই সময়ে যমুনা ব্যাংক লিমিটেডের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা আর এককভাবে ৭৬ পয়সা। এর আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ৪৫ পয়সা আর এককভাবে ৫৫ পয়সা। কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৫৪ পয়সা এবং এককভাবে ২৪ টাকা ৫৯ পয়সা।

আপনার মতামত লিখুন :

অর্থনীতি এর আরও খবর