Alexa

ভালো ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধা

ভালো ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধা

ছবি: সংগৃহীত

সময় মতো ঋণ পরিশোধকারী প্রতিষ্ঠান ঋণের সুদের উপর ১০ শতাংশ রিবেট আর পুনরায় ঋণ নিতে পারবে। ভালো ঋণগ্রহীতাকে তফসিলি ব্যাংকগুলো কী ধরণের সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটা সার্কুলার জারি করে বৃহস্পতিবার (১৬ মে)।

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত সার্কুলারে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ১০ জন ভাল ব্যাবসায়ীর ছবি ও প্রোফাইল বই আকারে প্রকাশ করবে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে বিশেষ বিবেচনায় ডাউনপেমেন্ট ও মেয়াদের শর্ত শিথিল করে ৫০০ কোটি টাকার উপরে ঋণ নেওয়া ১১টি ব্যবসায়ী গ্রুপকে দেওয়া হয় বিশেষ সুবিধা।

ঐ সময় তারা ১৫ হাজার ২১৮ কোটি টাকার ঋণ পুনর্গঠন করে। পরবর্তী সময়ে অধিকাংশ প্রতিষ্ঠান পুনর্গঠিত ঋণের টাকা ফেরত না দেওয়ায় সুদে-আসলে ব্যাংকগুলোর পাওনার পরিমাণ ১৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৯৭ হাজার কোটি টাকার ঋণ পুনঃতফসিল হয়েছে।

আপনার মতামত লিখুন :

অর্থনীতি এর আরও খবর