Barta24

রোববার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

English

বাজেট ২০১৯-২০

গরু-ছাগলের জন্য বিমা!

গরু-ছাগলের জন্য বিমা!
গরু-ছাগল, ছবি: সংগৃহীত
সেন্ট্রাল ডেস্ক
বার্তা২৪.কম


  • Font increase
  • Font Decrease

প্রস্তাবিত বাজেটে গরু-ছাগলসহ গৃহপালিত পশুর জন্য বিমা চালুর করার পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার সময় এই তথ্য দেওয়া হয়।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে, 'গৃহপালিত পশুর জন্য বিমা, সমাজের সুবিধা বঞ্চিত নারীদের ক্ষমতায়নের জন্য ক্ষুদ্র বিমা, সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বিমা চালুর পরিকল্পনা করেছেন সরকার। বিমা খাতে ডিজিটালাইজেশন ও এর পেনিট্রেশন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে।'

আরও বলা হয়েছে, 'প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের আবাদি জমি ক্ষতির মুখে পড়ে এমন ঘটনা একটি নিয়মিত ঘটনা। এর ফলে, কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে শস্য বিমা প্রাথমিকভাবে চালু করা হবে। অন্যদিকে কারখানা শ্রমিকদের জন্য দুর্ঘটনাজনিত বিমা চালু করার পরিকল্পনা করছে সরকার।'

প্রস্তাবিত এ বাজেটের আকার পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার থেকে বেড়েছে ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ। প্রস্তাবিত নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা।

 

আপনার মতামত লিখুন :

উভয় পুঁজিবাজারের সূচক কমেছে

উভয় পুঁজিবাজারের সূচক কমেছে
শেয়ার বাজার নিম্নমুখী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৩৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৯০ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৫ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০ কোটি ৯৭ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১৪ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা বাড়তে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে ১৯ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ২০ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৭ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ১৪ পয়েন্ট বাড়ে। বেলা ১২টায় সূচক বাড়ে ৩ পয়েন্ট। এরপর থেকে সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১টায় সূচক ২ পয়েন্ট কমে যায়। বেলা ২টায় সূচক ৫ পয়েন্ট কমে। কিন্তু বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৩ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২১৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।

রোববার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড পাওয়ার, ওরিয়ন ফার্মা, সিলকো ফার্মা, বিকন ফার্মা, কেডিএস অ্যাকসেসরিজ, ফরচুন সু, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু সিরামিকস, জেএমআই সিরিঞ্জ এবং বেক্সিমকো লিমিটেড।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ৩৬ পয়েন্ট কমে ৯ হাজার ৬৯৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৭৭ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- সন্ধানী ইনস্যুরেন্স, সিটি জেনারেল ইনস্যুরেন্স, সিলকো ফার্মা, কেডিএস অ্যাকসেসরিজ, শাশা ডেনিমস, হাক্কানি পাল্প, কেবিপিপিডব্লিউবিআইএল, আনোয়ার গ্যালভানাইজিং এবং ইউনাইটেড এয়ার।

ব্যাংকিং খাতকে বেগবান করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহায়তা চান অর্থমন্ত্রী

ব্যাংকিং খাতকে বেগবান করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহায়তা চান অর্থমন্ত্রী
এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংকের চেয়ারম্যান এবং সিইও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা সভায় অর্থমন্ত্রী

রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংক চাইলে দেশের ব্যাংকিং খাতকে আরো বেশি বেগবান করতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (২৫ আগস্ট) দুপুরে শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের চেয়ারম্যান এবং সিইও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সোনালী, রূপালী, জনতা এবং অগ্রণী ব্যাংককে আমন্ত্রণ জানিয়েছি। তারা অনেক বড়। তাদের যে এক্সারসাইজ, তাদের যে অবস্থান ব্যাংকিং খাতে; এই চারটি ব্যাংক চাইলেও সার্বিকভাবে আমাদের ব্যাংকিং খাতকে বেগবান রাখতে পারে।’

মুস্তফা কামাল বলেন, ‘আমরা আলোচনায় সুনির্দিষ্টভাবে কিছু রাখিনি। আজকে আমরা একে অপরকে জানব, তাদের জন্য আমাদের শুভ কামনা থাকবে সবসময়। তারা আমাদেরকে একটি কর্মপরিকল্পনা দেবেন, কীভাবে এই ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করা যায়, আরও বেগবান করা যায়-এ বিষয়ে আজকে তারা আমাদেরকে অবহিত করবেন। এজন্য আজকে আমরা এখানে বসেছি।’

সভায় ব্যাংকের চেয়ারম্যান, সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর

Barta24 News

আর্কাইভ

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র