Alexa

কারওয়ান বাজারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কারওয়ান বাজারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের গোল্ডস্টার ডিজাইন লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার  (১০ জুলাই ) সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত  সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। পরে তেজগাঁও বিভাগ পুলিশ ঘটনা স্থলে এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান মো. সবুর  বার্তা২৪.কমকে বলেন, এই প্রতিষ্ঠানটির কর্মীদের অভিযোগ, এখনও ঈদুল ফিতরের বোনাস দেয়া হয়নি তাদের। বিনা নোটিসে ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে। এই গুলো দাবি আদায়ের লক্ষ্যে তারা ব্যস্ত রাস্তায় নেমে পড়েছে। পরে তেজগাঁও জোনের এডিসি ও তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সহ পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন।

এদিকে আন্দোলনকারী নেতা সুজন ও ফাতেমা জানান, বকেয়া ঈদ বোনাস ও বকেয়া বেতন না দিয়ে প্রতিষ্ঠানটি আকস্মিকভাবে বন্ধ করা হয়েছে। সকল কর্মীরা বেকার হয়ে পড়েছেন। । তাই বাধ্য হয়ে  বিক্ষোভ করতে রাস্তায় নেমেছি।

অর্থনীতি এর আরও খবর