Alexa

ভারতে তিতলির আঘাতে প্রাণ গেল ৮ জনের

ভারতে তিতলির আঘাতে প্রাণ গেল ৮ জনের

ঘূর্ণিঝড় তিতলির আঘাত ভারতে।

ঘূর্ণিঝড় তিতলির আঘাতে ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশে ৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এ ঘটনায় আহতদের সংখ্যা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড় তিতলি আঘাত আনে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে,  পশ্চিমবঙ্গে তিতলির প্রভাব তেমন একটা না দেখা গেলেও ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে এর প্রভাব পড়েছে মারাত্মক। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুই প্রদেশে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

আপনার মতামত লিখুন :